রাজস্থানের তিনে ‘তিন’, মুম্বাইয়ের তিনে ‘শূন্য’ 

রাজস্থানের তিনে ‘তিন’, মুম্বাইয়ের তিনে ‘শূন্য’ 

গত বছরের আইপিএলের শুরুটাও মুম্বাই ইন্ডিয়ান্সের অনেকটা এমনই ছিল শুরুর দুই ম্যাচেই হার। এবারের আসরেও ফিরে এলো সেই শুরু। তবে একধাপ এগিয়ে। ঘরের মাঠ ওয়াংখেড়েতে ব্যাটে-বলে দুইয়েই রাজস্থান রয়্যালসের কাছে পাত্তাই পেল না হার্দিক-রোহিতরা। রাজস্থানের কাছে ৬ উইকেটের এই হারে আসরের শুরুর তিন ম্যাচেই হারল মুম্বাই। এদিকে রাজস্থানের ক্ষেত্রে ঘটনা ঠিক উলটো। আসরের শুরুর তিন ম্যাচের তিনটিতেই জিতল সঞ্জু স্যামসনের দল। 

এদিন ব্যাট হাতে নিজেকে আরও একবার প্রমাণ করলেন রিয়ান পরাগ। আসরে নিজেদের প্রথম ম্যাচে ৪৩, পরের ম্যাচে অপরাজিত ৮৪ এবং এই ম্যাচে অপরাজিত ৫৪। এ যেন এক নতুন রিয়ানের আবির্ভাব। আগের আসরগুলোতে যখন বাজের পারফর্মের জন্য হচ্ছিলেন সমালোচিত সেখানে এখন রিয়ানের বন্দনায় মাতছেন সবাই। তিন ম্যাচে ১৮১ রান করে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছে রিয়ান।

সোমবার রাতের ওয়াংখেড়েতে রাজস্থানের দাপটের দিনে মুম্বাইয়ের হার সেই টস থেকেই। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলে হার্দিক পান্ডিয়ার দল। 

লক্ষ্যটা সহজের কাতারে থাকেলও রাজস্থানের টপ-অর্ডারের তিন ব্যাটার ফিরেছেন দ্রুতই। যশস্বী জয়সওয়াল, জস বাটলার ও অধিনায়ক স্যামসন তিনজনই ফিরেছেন ব্যক্তিগত সংগ্রহ ১০ পেরোনোর পরপরই। স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ৪৮ রান। সেখানে রিয়ানের নৈপুণ্যে ম্যাচ দখলে আসে রাজস্থানের। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১৫ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রয়্যালরা। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল। 

এর আগে ব্যাট করতে নামা মুম্বাইয়ের টপ-অর্ডারকে একা হাতে লণ্ডভণ্ড করেন ট্রেন্ট বোল্ট। এই বাঁহাতি তারকা পেসারের তোপে ‘গোল্ডেন ডাক’ এর লাইন ধরেন রোহিত শর্মা, নামান ধীর এবং ডেওয়াল্ড ব্রেভিস। দারুণ এই স্পেলের পর জেতেন ম্যাচসেরার খেতাবও। 

এদিকে রোহিত তো ডাকের রেকর্ডই গড়ে ফেলেছেন। আইপিএল ইতিহাসে দীনেশ কার্তিকের সঙ্গে এখন যৌথভাবে সবচেয়ে বেশি (১৭) ডাকের মালিক এখন ভারতীয় অধিনায়ক।

শুরুর সেই চাপ সামলে না উঠতেই দলীয় ২০ রানের মাথায় ফেরেন ঈশান কিষানও। পরে তিলক ভার্মার ৩২ এবং অধিনায়ক হার্দিকের ৩৪ রান ভর করে মান বাঁচানোর ১২৫ রানের  সংগ্রহ পায় মুম্বাই। 

রাজস্থানের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বোল্ট ও চাহাল। দুটি উইকেট নেন বার্গার। 

সংক্ষিপ্ত স্কোরঃ

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১২৫/৯ (২০ ওভার) (হার্দিক ৩৪, তিলক ৩২; চাহাল ৩/১১, বোল্ট ৩/২২)

রাজস্থান রয়্যালসঃ ১২৭/৪ (১৫.৩ ওভার) (রিয়ান ৫৪*, অশ্বিন ১৬; আকাশ ৩/২০)

ফলঃ রাজস্থান ৬ উইকেটে জয়ী 

ম্যাচসেরাঃ ট্রেন্ট বোল্ট 

সম্পর্কিত খবর