ঘরের মাঠে এসেও দুয়োধ্বনি থেকে রেহাই পেলেন না হার্দিক

ঘরের মাঠে এসেও দুয়োধ্বনি থেকে রেহাই পেলেন না হার্দিক

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে শুরু থেকেই হয়ে আসছে ভিন্নমুখী আলোচনা-সমালোচনা। সমর্থকদের তিরষ্কারের মুখে পড়তে হয়েছে হার্দিককে। আইপিএলেও যেটি চলমান আছে। এবার তো মুম্বাইয়ে নিজেদের ঘরের মাঠেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হলো তাকে।

গতরাতে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে মুম্বাইয়ের ভক্তরা সরাসরি দুয়ো শুনালেন হার্দিককে। পরিস্থিতি সামাল দিয়ে রোহিত নিজেই এগিয়ে এসেছিলেন, তাতেও খুব একটা লাভ হয়নি।

প্রথমত গতরাতে দলের হয়ে হার্দিকের পারফরম্যান্স ভাল ছিল না। তার ওপর সমর্থকদের পুরোনো ক্ষোভ তো আছেই। সব মিলিয়ে ওয়াংখেড়ের মাঠে হার্দিককে করুণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাকে লক্ষ্য করে বাজানো হয়েছে ব্যাঙ্গাত্মক শিস। টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার। অর্থাৎ হার্দিককে কোনোভাবেই রোহিতের পরিবর্তে অধিনায়কের জায়গায় দেখতে পারছে না সমর্থকরা।

আহমেদাবাদ এবং হায়দরাবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের আগের দু’টি ম্যাচেও একই দৃশ্য দেখা গিয়েছে। টসের আগে থেকেই হার্দিকের ওপর শুরু হয় দর্শক ও সমর্থকদের আক্রমণ। এমনকি তিনি ওয়ার্ম-আপ করতে নামার সময়েই ব্যাঙ্গাত্মক শিস দেওয়া শুরু হয়। স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তার নাম বলার সময়েও কটাক্ষ করা হয় হার্দিককে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত তাকে কিছু বলতে শোনা যায়নি। তবে পুরো বিষয়টি যে হার্দিকের জন্য দুঃখজনক তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর