এখানে টিকে থাকলেই ঝুঁকি বেশি!
চট্টগ্রাম টেস্টের তিন দিন শেষ, চতুর্থ দিনের খেলা শুরু হয়ে গেছে। ঠিক এই সময় এসে বাংলাদেশ আছে ব্যাকফুটে। চোখ রাঙানি দিচ্ছে বড় হার। তবে কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে উইকেটের কারণে। চতুর্থ দিনের উইকেটে এখন টিকে থাকাটাই বেশি ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে, মত বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের।
উইকেট এখন যেমন আচরণ করছে, এমন কিছু কল্পনাও করেননি কোচ। অ্যাডামসের অভিমত, ‘ভেবেছিলাম এটা একেবারে পাটা উইকেট! তবে শ্রীলঙ্কা ভালো বল করেছে, তা বলতেই হবে। আমরাও করেছি। ভালো জায়গায় বল করে গেছি। দুই পেসার নিয়ে খেলছি, সেটাই আমরা ভালোভাবে কাজে লাগিয়েছি। ক্রিজের ব্যবহার করে অ্যাঙ্গেল সৃষ্টি করলে তা এখন বেশ কাজে দিচ্ছে।’
এরপরই এলো উইকেট আজ কেমন আচরণ করবে, সে প্রসঙ্গ। অ্যাডামস জানালেন, ‘ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এখানে যত বেশি আপনি টিকে থাকতে চাইবেন ক্রিজে, ঝুঁকি তত বেশি।’ এমন উইকেটে টিকে থাকার টোটকাটাও ব্যাটারদের বাতলে দিচ্ছেন কোচ। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে এখানে যে ব্যাটাররা ইতিবাচকভাবে পায়ের কাজটার ব্যবহার করেছে, তারাই সফল হয়েছে!’
দুই টেস্টে বাংলাদেশ ব্যর্থ হয়েছে ভালোভাবেই। বিশেষ করে ব্যাটিংয়ে। তবে শৃঙ্খলায় আসতে আরও সময় লাগবে বলেই মনে করেন সাবেক নিউজিল্যান্ড পেসার। অ্যাডামসের কথা, ‘আমাদের বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, অভিষিক্ত খেলোয়াড় আছে। আমাদের ব্যাটারদের বুঝতে হবে যে যদি একবার থিতু হওয়া যায়, তখন কাজটা শেষ করে আসতে হবে।’