৫১১ করলেই জিতবে বাংলাদেশ
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো উপায়ই নেই বাংলাদেশের সামনে। সেই জয়টা তুলে নিতে হলে চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে ৫১১ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তো বটেই, টেস্ট ইতিহাসেই এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের! জিততে হলে বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে!
শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে পাওয়া ৩৫৩ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে যোগ করেছে ১৫৭ রান। তাতেই তাদের লিডটা গিয়ে ঠেকেছে ৫১০ রানে।
লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছিল বিপাকে। গতকাল তৃতীয় দিনটা তারা শেষ করেছিল ৬ উইকেটে ১০২ রান তুলে। তবু অবশ্য দলটা এগিয়ে ছিল ৪৫৫ রানে। তার সঙ্গে আজ সকালে তারা ৫৫ রান যোগ করেছে।
সকালে এক ঘণ্টা বোলিং করে বাংলাদেশ স্রেফ অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেটটাই তুলে নিতে পেরেছে। সাকিব আল হাসান তাকে সাজঘরে পাঠিয়েছেন বোল্ড করে। তার আগে অবশ্য ক্যারিয়ারের ৪১তম ফিফটি তুলে নিয়েছেন ম্যাথিউস।
তার পর প্রবাথ জয়াসুরিয়া আর বিশ্ব ফার্নান্দো মিলে শ্রীলঙ্কাকে সামনে নিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। অষ্টম উইকেটেও দুজন মিলে যোগ করে ফেলেছিলেন ২৮ বলে ২৫ রান। প্রবাথ ২৮ আর বিশ্ব ৮ রানে অপরাজিত ছিলেন। ঠিক তখনই অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ইনিংস ঘোষণা করে বসেন। বিশাল রান তাড়ায় প্রথম সেশনের শেষ দিকেই নেমে পড়তে হয় বাংলাদেশকে।