বাংলাদেশের সামনে দুই রেকর্ড
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্যটা ৫১১ রানের। কাজটা যে কঠিন, তাতে কোনো সন্দেহ নেই। তবে কতটা কঠিন তার একটা আন্দাজ মেলে বাংলাদেশের সামনে থাকা দুই রেকর্ড দেখলে। জয় হোক কিংবা ড্র, যাই করতে হবে বাংলাদেশকে, রেকর্ড গড়েই করতে হবে!
৫১১ রান চাই বাংলাদেশের। এত বড় রান আধুনিক ক্রিকেটে চতুর্থ ইনিংসে কেউ করতেই পারেনি। আধুনিক ক্রিকেট বলা হচ্ছে, কারণ প্রায় ৮৫ বছর আগে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে তুলেছিল ৬৫৪ রান। তবে ম্যাচটা কত দিনে গড়িয়েছিল জানেন? ১১ দিনে! হ্যাঁ ঠিক পড়ছেন, ১১ দিনই, কারণ ওই যুগে টাইমলেস টেস্টের চলও ছিল, ফল আসার আগ পর্যন্ত খেলা চলতেই থাকবে। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচও ফল দেখেনি শেষমেশ। কারণ জাহাজ ছুটে যাওয়ার ভয়ে ৬৯৬ রানের লক্ষ্য তাড়া করার খুব কাছে এসেও রণে ভঙ্গ দিতে হয় ইংলিশদের।
আধুনিক ক্রিকেটে ফেরা যাক। ওই টাইমলেস টেস্ট বাদ দিলে আজ পর্যন্ত কোনো দলের শেষ ইনিংসে ৫০০ রান তোলার নজির নেই। জিততে পারলে ওই রেকর্ডটা গড়া প্রথম দল হয়ে যাবে বাংলাদেশই! তবে বাংলাদেশ ম্যাচটা জিতলে আরও একটা রেকর্ড হয়ে যাবে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮ রানের। ২০০৩ সালে সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। সে কীর্তিটা ভাঙতে হবে বাংলাদেশকে। সাগরিকায় চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৩৯৪। ২০২১ সালে কাইল মায়ার্সের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে এই রান তাড়া করে হারিয়েছিল ওই উইন্ডিজই। সে রেকর্ডটাকে পেছনে ফেলার চ্যালেঞ্জও আছে সামনে।
নিজেদের ইতিহাসও পক্ষে কথা বলছে না বাংলাদেশের। বাংলাদেশের তিনটে রেকর্ড দেখুন, ক্যাটাগরিগুলো হচ্ছে, সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড, চতুর্থ ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি ওভার খেলার রেকর্ড, তিনটাই বাংলাদেশের আজকের লক্ষ্যের চেয়ে অনেক কম।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করার রেকর্ডটা ২১৭ রানের। ২০০৯ সালে সেন্ট জর্জেসে সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানে ভর করে এই রান তাড়া করে জিতেছিল তার দল। এরপর আসুন চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডে। ২০০৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ শ্রীলঙ্কার দেওয়া ৫২১ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ইনিংসে তুলেছিল ৪১৩ রান। শেষ ১০ রানে ৪ উইকেট খুইয়ে ম্যাচটা হেরেছিল ১০৮ রানে। শেষ ইনিংসে সর্বোচ্চ ওভার ব্যাট করার রেকর্ডটা বাংলাদেশ গড়েছিল ২০০৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জেতা টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১৪২ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দলটা। টেস্টটা ড্র করতে হলে সে রেকর্ডটাও ভাঙতে হবে বাংলাদেশকে। কারণ আজ দিনে বাকি ৭০ এর বেশি ওভার। আর কাল সারা দিনের ৯০ ওভার তো আছেই। সব মিলিয়ে ১৬০ ওভার খেলতে হবে দলকে। যা দলের সেরা পারফর্ম্যান্সের চেয়েও ১৮ ওভার বেশি। কাজটা যে খুবই কঠিন, তা আর তাই নতুন করে বলে দিতে হচ্ছে না।