সাভারে সড়ক দুর্ঘটনা, স্থগিত ডিপিএলের দুই ম্যাচ
ঢাকা প্রিমিয়ার লিগে আজ দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়ানোর কথা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হওয়ার কথা লিজেন্ডস অফ রূপগঞ্জের, আর প্রাইম ব্যাংক খেলার কথা পারটেক্সের বিপক্ষে। তবে দুটো ম্যাচই পিছিয়ে গেছে আজ। সাভারে সড়ক দূর্ঘটনার কারণে ম্যাচ দুটো আজ মাঠে গড়ায়নি। খেলাগুলো হবে কাল।
ঢাকা প্রিমিয়ার লিগের এই দুই ম্যাচ হওয়ার কথা ছিল বিকেএসপির ৩ আর ৪ নম্বর মাঠে। কিন্তু সাভারের জোরপুলে সড়ক দুর্ঘটনার কারণে অনেকক্ষণ ধরেই দীর্ঘ যানজটের কবলে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। দুই পাশেই ছড়িয়ে পড়েছে যানজট। যার ফলে কোনো দলই ঠিক সময়ে বিকেএসপিতে পৌঁছাতে পারেনি।
মূলত সে কারণেই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচদুটো সরিয়ে নিতে হয়েছে। সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। দুটি ম্যাচেই সরে গেছে আগামীকাল বুধবার রিজার্ভ ডেতে। আর বুধবারের ম্যাচগুলো চলে গেছে বৃহস্পতিবার।
আজ ডিপিএলে বিকেএসপির দুই ম্যাচ বাদেও আরও একটা ম্যাচ হওয়ার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান মুখোমুখি হওয়ার কথা ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সেই ম্যাচটা অবশ্য চলছে নিজ গতিতে, ঠিক সময়েই।