তৃষ্ণার হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে দারুণ শুরু বাংলাদেশের

তৃষ্ণার হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে দারুণ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ তিন বলে তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন ফারিহা তৃষ্ণা। অবশ্য তার আগেই অস্ট্রেলিয়ার সংগ্রহটা দেড়শ পারিয়ে ১৬১ তে থেমেছে। লক্ষ্যটা বড় হলেও প্রাপ্তি এটাই যে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোনো উইকেট ফেলতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮টি উইকেট তোলা গেছে সফরকারী অস্ট্রেলিয়ান মেয়েদের।

লক্ষ্যটা বড় হলেও ব্যাট হাতে অবশ্য বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ। ওপেনার দিলারা আক্তার তো ব্যাট হাতে রীতিমতো শাসন করছেন অজি বোলারদের। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন আরেক ব্যাটার মুরশিদা খাতুন। তবে দলীয় ৩৪ রানে এসে সাজঘরে ফিরতে হয় মুরশিদাকে। ১২ বলে ৮ রান করে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট খরচায় ৩৮ রান। উইকেটে আসেন দিলারা ও মোস্তারি।

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একটা উইকেটও নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য পুরো ভিন্ন চিত্র। পেসার ফারিহা তৃষ্ণা তো হ্যাটট্রিকই করে বসলেন, সবমিলিয়ে বাংলাদেশ আটটি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। তবু রানের গতি থামিয়ে রাখা যায়নি তাদের, ৮ উইকেট হারালেও ২০ ওভারে ১৬১ রান পর্যন্ত পৌঁছেছে তারা।

এর আগে, টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই এক উইকেট খরচায় ৪০ রান তোলে ফেলে অজিরা। পরের চার ওভারে রান তোলার গতি আরও বাড়ে সফরকারীদের। ওপেনার গ্রেস হ্যারিসের ৪৭ রানের ইনিংসে সপ্তম থেকে দশম ওভার পর্যন্ত ৫৪ রান যোগ করে তারা।

তিনে নেমে ৩০ বলে ১০ চারে ৫৭ রান করেন জর্জিয়া ওয়েরহ্যাম। শেষদিকে এলিস পেরি ২২ বলে ২৯ রান করে দলের রান পৌঁছে দেন দেড়শর ওপারে। তবে শেষ ওভারে এসে পেরি, সোফিয়া মলিনক্স এবং বেথ মুনিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। অবশ্য, এর আগেও হ্যাটট্রিক করার কীর্তি আছে তৃষ্ণার। ২০২২ সালে এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

সম্পর্কিত খবর