বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন স্টোকস
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসছে জুনে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ইংল্যান্ড যাবে শিরোপা ধরে রাখার মিশনে। তবে এই মিশনে বেন স্টোকসকে পাচ্ছে না দলটা। বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের ম্যানেজমেন্টকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি।
২০২২ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক রানটা তিনিই নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটিটা তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়াতে বড় অবদানই রেখেছিলেন। তবে এরপর থেকে সব মিলিয়ে তিনি ২ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন, দুটোই আবার গেল বছরের আইপিএলে।
মূলত এ কারণেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘এটা একটা ত্যাগ, যা আমাকে অদূর ভবিষ্যতে তেমন এক অলরাউন্ডার হওয়ার সুযোগ করে দেবে, যেমন অলরাউন্ডার হিসেবে আমি নিজেকে দেখতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কাউন্টিতে মন দেবেন স্টোকস, শোনা যাচ্ছে এমনই। আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আগামী কয়েক মাসে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
এর আগে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন স্টোকস।