তৃষ্ণা যেখানে প্রথম
এলিস পেরি, সোফি মলিনিও এবং বেথ মুনির উইকেট, তাও আবার পর পর তিন বলে তিন উইকেট। অর্থাৎ হ্যাটট্রিক। হ্যাটট্রিক উইম্যান ফারিহা তৃষ্ণা।
ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ইতিহাসে হ্যাটট্রিক হয়েছে অনেক। তবে দুইবার করে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার, আইসিসির পূর্ণসদস্য দেশ গুলোর মধ্যে এই প্রথম। অর্থাৎ তৃষ্ণাই পূর্ণসদস্য দেশের প্রথম এবং একমাত্র নারী বোলার যার আছে দুই হ্যাটট্রিকের কীর্তি। আগের হ্যাটট্রিকটি ছিলো তার টি-টোয়েন্টি ডেবিউতে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে।
এদিন ম্যাচের বিশতম ওভারের চতুর্থ বলে এক্সট্রা কাভারে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলিস পেরি। পরের বলে শোফিকে মুর্শিদার ক্যাচ পয়েন্টে। পরের বলেই টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার বেথ মুনিকে বোল্ড করে মাতেন হ্যাটট্রিক উদযাপনে। আর তাতেই আরও এক প্রথমের সাক্ষী বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের তৃষ্ণা।
এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফারিহা। সিলেটে উইমেন্স কাপে সেদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো এই বাঁহাতি পেসারের। ফারিহা ছাড়াও দুটি করে হ্যাটট্রিক আছে উগান্ডার কনসিলেট আওয়েকো এবং হংকংয়ের কা ইং চ্যানের।