চট্টগ্রামে হারের ব্যবধান কমাতেই নামবেন মিরাজ-তাইজুলরা?
চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ৫১১ রান বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ। সেখানে চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৮ রান যোগ করেছে। এতে জয় আরও ২৪৩ রান দূরে। হাতে স্রেফ ৩ উইকেট। শেষ দিনে ফাটল ধরা পিচে যেটি ধরতে অনেকটা ‘মিরাকলই’ করতে হবে নাজমুল হোসেন শান্তকে।
২২ গজে মূল ব্যাটারদের মধ্যে কেবল টিকে আছেন মেহেদী হাসান মিরাজ। ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিতে নামবেন ১০ রানে অপরাজিত থাকা তাইজুল ইসলাম। কার্যত জয়ের পথটা প্রায় অসম্ভবই। এতে শেষ দিনে গড়ান এই ম্যাচে হারের ব্যবধান কমাতেই নামবেন মিরাজ-তাইজুলরা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩৫৩ রানের বিশাল লিড নিয়ে ব্যাট করতে নামে লঙ্কানরা। সেখানে এবার ব্যাট হাতে জ্বলে উঠলো না সফরকারীদের ব্যাট। তবে সেখানে চিন্তার কোনো নেই কারণ। কেননা, প্রথম ইনিংস শেষেই বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার মতো পুঁজি পেয়ে পায় ধনঞ্জয়া ডি সিলভার দল। ৭ উইকেটে ১৫৭ রানের সংগ্রহে পৌঁছানোর পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১১ রানের। সেখানে সর্বোচ্চ ৫৪ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ।
এদিকে প্রথম ইনিংসে লঙ্কানদের কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও ৬ ফিফটির ভরে ৫৩১ রানের বিশাল সংগ্রহ পায় তারা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে স্রেফ ১৭৮ রান তোলে শান্ত-লিটনরা।