ভিসার কাজে দেশে ফিরলেন মুস্তাফিজ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ সময়ে এসে দলগুলো শেষ সময়ে এসে সেরে নিচ্ছে ভিসা প্রক্রিয়ার কাজগুলো। তারই অংশ হিসেবে ভিসা কাজ সারতে আইপিএল ছেড়ে হঠাতই দেশে এসে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্বকাপ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একজন হিসেবে ভিসা প্রক্রিয়ার স্থলে থাকবেন এই বাঁহাতি পেসার।
জানা গেছে, গতকাল সন্ধ্যার এক ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছেন মুস্তাফিজ। মূলত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা প্রস্তুতিতেই জরুরিভিত্তিতে দেশে এসে পৌঁছান তিনি। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচের আগে ফ্রাঞ্চাইজিটিতে যোগ দেবেন মুস্তাফিজ।
বিশ্বের অন্যতম এই ফ্রাঞ্চাইজি লিগে নিজের পঞ্চম দল হিসেবে চলমান আসরে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ। লিগপর্বে দলটির পরের ম্যাচ আগামী ৫ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এই হায়দরাবাদের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল মুস্তাফিজের, ২০১৬ আসরে। সেবার দলের হয়ে শিরোপা জেতা ছাড়াও জিতেছিলেন সেরা উঠতি খেলোয়াড়ের খেতাব। সেই হায়দরাবাদ, মুম্বাই, রাজস্থা, দিল্লি ঘুরে মুস্তাফিজের বর্তমান গন্তব্য চেন্নাইয়ে।
আসরে চেন্নাইয়ের এখন পর্যন্ত তিন ম্যাচের একাদশেই ছিলেন মুস্তাফিজ। সেখানে তিন উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারের তালিকায় আছেন সবার ওপরে। এর মধ্যে প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।