বিশাল হারই সঙ্গী, হোয়াইট ওয়াশ বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৪০ এএম | ০৩ এপ্রিল, ২০২৪

হারটা আগের দিন বিকেলেই নিশ্চিত হয়ে ছিল। দিনটা বাংলাদেশ শেষ করেছিল ৭ উইকেট খুইয়ে। কিংবা গতকাল ঠিক এই সময়ে বললেও কি ভুল হবে? ৫১১ রানের বিশাল লক্ষ্য, এমন লক্ষ্য ক্রিকেট ইতিহাসেই কখনো তাড়া করতে পারেনি কোনো দল। পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে ব্যাটিং ভুলে গেছে, তাতে এ রানের এভারেস্ট টপকে তারা জিতে যাবে, সে কল্পনা বোধ করি খুব আশাবাদী পাঁড় বাংলাদেশ ক্রিকেট ভক্তও করেননি!

বাংলাদেশ তা পারেওনি। ৫১১ রান তাড়া করতে নেমে ৩১৮ রানে অলআউট হয়েছে শেষমেশ। শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হেরেছে ১৯২ রানে। তাতে টেস্ট সিরিজটা হোয়াইটওয়াশ হয়েই শেষ করতে হলো স্বাগতিকদের।

৭ উইকেট খুইয়ে বাংলাদেশ হারের দুয়ারে চলে গিয়েছিল আগের দিনই। পঞ্চম দিন শুরুর আগে তাই প্রশ্নটা ছিল বাংলাদেশ এই হারটা কতক্ষণ আটকে রাখতে পারবে? আর লঙ্কানদের আগ্রহটা ছিল জয়ের ব্যবধানটা কত হয় তাতে! শেষ দিনের দেড় ঘণ্টা পেরোনোর আগেই সে সব প্রশ্নের জবাব মিলে গেল। 

২৬৮ রানে দিন শুরু করা বাংলাদেশ আজ আর যোগ করতে পারল কেবল ৫০টা রানই। এই ৫০ এর প্রায় ৮০ শতাংশ রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। 

টেল এন্ডারদের নিয়ে লড়ছেন যখন, তখন ওপাশের ব্যাটারদের ওপর এত ভরসা কেন, তা নিয়ে প্রশ্ন তোলা যেত। দিনের শুরুতে কামিন্দু মেন্ডিসের বলে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে যখন তাইজুল ইসলাম ক্যাচ দিলেন স্লিপে নিশান মাদুশকার হাতে, এরপর তো অবশ্যই। 

তবে মিরাজ হাসান মাহমুদ আর খালেদ আহমেদের ওপর ভরসা রেখেছেন। লাহিরু কুমারার বলে হকচকিয়ে হাসান বিদায় নিলে ৩১ রানের জুটি ভেঙে যায়। এরপর খালেদ আহমেদকে বোল্ড করে খেলা শেষ করে দিতে সময় নেননি লাহিরু। ওপাশে মেহেদি হাসান মিরাজ অপরাজিতই রয়ে যান। 

টেল এন্ডারদের নিয়ে কী করে লড়তে হয়, প্রথম ইনিংসে ভবিতব্য ম্যাচ আর সিরিজ-সেরা কামিন্দু মেন্ডিসই দেখিয়ে দিয়েছেন। যদিও তিনি সেঞ্চুরির দেখা পাননি সেটাও অতি আস্থাহীনতার কারণে, শেষ বলে স্ট্রাইক বদল করতে গিয়ে শেষমেশ রান আউট হন আসিথা। তার ঠিক উল্টোটা আজ দেখালেন মিরাজ। 

এ নিয়ে প্রশ্ন তোলাই যেত। তবে তার আগে পুরো দলের স্বীকৃত ব্যাটাররা যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছেন, উইকেট বিলিয়ে দেওয়ার মচ্ছবে যোগ দিয়েছেন, তাতে এ প্রশ্ন তুললে আঁতলামোই মনে হতে পারে। তা না হয় অন্য কোনো এক দিনের জন্যই তোলা থাক।

সত্যিটা হচ্ছে, বাংলাদেশ ম্যাচটা হেরেছে বড় ব্যবধানে, সিরিজটা খুইয়ে হোয়াইটওয়াশ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসে ২০তম বারের মতো ম্যাচ হারল বাংলাদেশ। ঘরের মাঠে তাদের বিপক্ষে টেস্ট জয়টা অধরাই রয়ে গেল আরও একবার।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ৫৩১ ও ১৫৭/৭ (ডি.)
বাংলাদেশ ১৭৮ ও ৩১৮ (আগের দিন ২৬৮/৭)
ফল: শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।
সিরিজ: শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: কামিন্দু মেন্ডিস।
সিরিজসেরা: কামিন্দু মেন্ডিস।

খেলার দুনিয়া | ফলো করুন :