শান্তর স্বীকারোক্তি, ‘আমরা ভালো ব্যাটিং করিনি’

শান্তর স্বীকারোক্তি, ‘আমরা ভালো ব্যাটিং করিনি’

১৮৮, ১৮২, ১৭৮… আজ শেষ হওয়া ইনিংসটা বাদ দিলে এই ছিল সদ্যসমাপ্ত সিরিজে বাংলাদেশের ব্যাটিং। দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে যথাক্রমে ৩২৮ আর ১৯২ রানের বিশাল ব্যবধানে। এমন হারের পেছনের কারণটা যে ব্যাটিংই, তা আর বলে দিতে হচ্ছে না। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বিষয়টা মেনে নিচ্ছেন, পুরো সিরিজেই বাজে ব্যাটিং করেছে দল, এখান থেকে উন্নতির জায়গা আরও অনেক দেখছেন তিনি। 

শান্তর নিজের কথাই ধরুন। ৫, ৬, ১ আর ২০; পুরো সিরিজে এই হচ্ছে তার রান। অথচ পূর্ণ অধিনায়কত্ব পাওয়ার পরের প্রথম সিরিজে তার কাছে চাওয়া ছিল অনেক বেশি। তার দলের সিংহভাগও অবশ্য তার মতোই ফ্লপ।

শান্তও মেনে নিচ্ছেন বিষয়টা। বললেন, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’ 

প্রথম টেস্টটা পেস সহায়ক হলেও দ্বিতীয় ম্যাচটা হয়েছে বেশ ভালো ব্যাটিং উইকেটে। সেখানে শ্রীলঙ্কান ব্যাটারদের সবাই পারফর্ম করেছেন কমবেশ। কিন্তু বাংলাদেশ এখানেও ব্যর্থ হয়েছে। 

এমন পারফর্ম্যান্সের পর সমস্যাটা মানসিক কি না, তা নিয়েও প্রশ্ন উঠে যায়। শান্তর অভিমত, বিষয়টা নিয়ে কাজ করতে হবে দীর্ঘ পরিসরে।

বললেন, ‘দীর্ঘ পরিসরে কাজ করার দরকার অবশ্যই আছে। প্রথমে যেটা বলব, যে দুই ম্যাচে যেভাবে আমরা ব্যাট করেছি এত খারাপ ব্যাটসম্যান আমরা না। আমাদের সক্ষমতা আরও ভালো আমার মনে হয়। টেকনিক্যালি, মেন্টালি আরও বেশি উন্নতি করার জায়গা আছে বলে মনে করি।’

সম্পর্কিত খবর