সুখবর দিলেন সাকিব

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২৩

শঙ্কার মেঘ কেটে গেল! সাকিব আল হাসানের ইনজুরি কাটিয়ে উঠেছেন। মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন সেশনে অধিনায়কের সপ্রতিভ উপস্থিতি টিম ম্যানেজম্যান্টের মুখে হাসি ফুটিয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনে অংশ নেন অধিনায়ক সাকিব।

এদিন মাঠে উপস্থিত দেশি বিদেশি পুরো মিডিয়ার আকর্ষণের কেন্দ্রতে থাকলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং বোলিং অনুশীলনের আগে বাংলাদেশ দল মাঠের এক দিকে ফুটবল নিয়ে অনুশীলনে মেতে উঠে।

ফুটবল খেলাতে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করেন সাকিব। মাঠের অনুশীলনে বাম পায়ে বেশ কয়েকটি শট নিয়ে জানিয়ে দেন চোট মুক্তি হয়েছে। অনুশীনৈ সেশনের ফাঁকে আইসিসির একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন সাকিব।

তারপর অনুশীলন নেটে লম্বা সময়ের জন্য ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে। পুনে স্টেডিয়ামে বাংলাদেশ দলের এই প্রথম অনুশীলন সেশনে পুরো মাত্রায় অংশ নিয়ে সাকিব জানিয়ে দিয়েছেন ১৯ অক্টোবর ভারত ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ক্যাপ্টেন। টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা বাংলাদেশ জিততে চায় এই ম্যাচে।

খেলার দুনিয়া | ফলো করুন :