টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত
আসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সে কারণে নারী ক্রিকেটের শীর্ষ দলগুলো বাংলাদেশের কন্ডিশনের আন্দাজ নিতে চাইছে একটু আগেভাগেই।
অস্ট্রেলিয়া এখন অবস্থান করছে ঢাকায়। চলতি মাসের শেষে বাংলাদেশে পা রাখতে চলেছে ভারত নারী ক্রিকেট দলও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গেল বছরই ভারত নারী দল বাংলাদেশে সফর করে গিয়েছিল। তার এক বছর না ঘুরতেই আবার ঢাকায় আসছেন হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানারা। যদিও এই সিরিজের একটি ম্যাচও ঢাকায় হবে না, হবে সিলেটে, যেখানে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটা বসবে।
সিলেটের দুই স্টেডিয়ামে চলবে বিশ্বকাপ। সেই দুই ভেন্যুতেই পা পড়বে স্মৃতি মান্ধানাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ হবে। পরের দুই ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে। এরপর শেষ টি-টোয়েন্টিটা আবার হবে মূল স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়ামের ম্যাচগুলো হবে সন্ধ্যায়, ৬টা ৩০মিনিটে শুরু হবে তিনটি ম্যাচ; আর আউটারের ম্যাচদুটি শুরু হবে দুপুর ২টায়।
পাঁচ ম্যাচের এই সিরিজ খেলতে ভারত বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। তার চার দিন পর ২৮ এপ্রিল শুরু হবে সিরিজ। এরপর ৩০ এপ্রিল আর ২ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৬ আর ৯ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। তার পরের দিনই বাংলাদেশ ছেড়ে যাবে ভারত নারী দল।