বাংলাদেশকে আটে ঠেলে স্থান দখল করল শ্রীলঙ্কা
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম টেস্টে ৩২৮ রানের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ১৯২ রানের ব্যবধানে। তাতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ২০২৩-২৫ সার্কেলে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এক ধাক্কায় ৪ নম্বর স্থান থেকে নেমে গেছে ৮ নম্বরে।
এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করে বাংলাদেশ। কিউইদের হারিয়ে দেয় নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচেই। সিলেটে হওয়া সেই ম্যাচে সাবেক টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নকে বাংলাদেশ হারায় ১৫০ রানের ব্যবধানে। আর তাতে বাংলাদেশের পয়েন্ট তালিকায় যোগ হয় ১২ পয়েন্ট। এরপর অবশ্য পরের টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে।
তবে আশা করা হচ্ছিল, কিউইদের মতো শক্তিশালী দলের বিপক্ষে সবশেষ সিরিজেই জয় পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষেও অনেকটা সহজেই জয় পাবে বাংলাদেশ। তবে হয়েছে তার উল্টো। দুই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাতে ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কা পরপর ২৪ পয়েন্ট তুলে উঠে গেছে ৪ নম্বর স্থানে। আর বড় ব্যবধানে হেরে শ্রীলঙ্কাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। পয়েন্ট ১২। এ তালিকায় ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান ইংল্যান্ডের। অন্যদিকে ৯ ম্যাচে ৬ জয়ে তালিকার শীর্ষে ভারত। তালিকায় পরের অবস্থানে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।