এক গাজীকে ধসিয়ে আরেক গাজীর জয়

এক গাজীকে ধসিয়ে আরেক গাজীর জয়

ডিপিএলে ফতুল্লায় মুখোমুখি হয়েছিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সেই লড়াইয়ে গাজী টায়ার্সকে ৮৪ রানে ধসিয়ে দিয়ে ৯ উইকেট ও ১৮৩ বল হাতে রেখে জয় তুলেছে গাজী গ্রুপ। ১৮ রানে ৫ উইকেট তুলে ম্যাসচেরা হয়েছেন গাজী গ্রুপের রুবেল মিয়া। লিগে এটি গাজী গ্রুপের পঞ্চম জয়।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার মোহাব্বত হোসেন রোমানের ৪১ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি গাজী টায়ার্সের ক্রিকেটাররা। দলীয় ৫০ রানে চার উইকেট হারানোর পর বাকি সবকটি উইকেট হারিয়ে দলটি গুটিয়ে যায় মাত্র ৮৪ রানে। বল হাতে ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে গাজী টায়ার্সের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন রুবেল। তার দিনে দুটি করে উইকেট নিয়েছেন রাব্বি ও পারভেজ জীবন।

বোলারদের গড়ে দেওয়া ম্যাচে ওপেনার আনিসুল ইসলাম ইমন ১১ রানে ফিরলেও দলকে বিপদে পড়তে দেননি পিনাক ঘোষ ও মেহেদী মারুফ। পিনাককে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক মারুফ। আর তাতেই একরকম হেসেখেলে জয় তুলেছে গাজী গ্রুপ। জয়ের পথে পিনাক ৪২ রানে ও মারুফ ৩০ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী: ৮৪ (২৫.৪ ওভার); (রোমান ৪১, শামীম ১৬; রুবেল ৫/১৮, রাব্বি ২/১৮, জীবন ২/২৭)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৮৬/১; (১৯.৩ ওভার); (পিনাক ৪২*, মারুফ ৩০*; আকাশ ১/১৫)
ফল: ৯ উইকেটে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ম্যাচসেরা: রুবেল মিয়া।

সম্পর্কিত খবর