তামিম-সৈকতের সেঞ্চুরি মিসের আক্ষেপ, প্রাইম ব্যাংক ও শেখ জামালের জয়
ডিপিএলে বুধবার বিকেএসপিতে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাকিব অবশ্য এ ম্যাচে খেলেননি। ছিলেন চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২০৮ রানের পুঁজি পায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহেদী হাসান ও রুবেল হোসাইন।
জবাবে দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। সেঞ্চুরির পথেও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ১০০ বলে ৭৪ রান করে থামতে হয়েছে তাকে। তবে যতক্ষণে থেমেছেন ততক্ষণে ম্যাচ অনেকটাই নিজেদের পক্ষে নিয়ে এসেছেন তামিম। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন মোহাম্মদ মিঠুন। আর তাতে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২০৮/৯ (মিজানুর ৪৭, তানভীর ৪০, গাফফার ২৪, মেহেদী ৩/৩৬, রুবেল ৩/৩২, অলক ১/৪)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ২১১/৬ (তামিম ৭৪, মিঠুন ৫১; রাকিবুল ২/২৮, আসাদুজ্জামান ১/৩১)
ফল: প্রাইম ব্যাংক ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল
মাশরাফির রূপগঞ্চের হার
দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৪৭ রান জমা করে শেখ জামাল। দলের হয়ে ৯৩ রানের ইনিংস খেলেন সৈকত আলী। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৪ উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। মাশরাফি তুলেছেন ১ উইকেট।
জবাব দিতে নেমে মাঝে আমিনুল ইসলামের ৬৪ রানের ইনিংস ছাড়া বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। শেষ দিকে মেহেদী হাসান রানার ৪৯ রান কেবলই হারের ব্যবধান কমিয়েছে। রূপগঞ্জের ইনিংস থেমেছে শেষমেশ ১৮৭ রানে। শেখ জামালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন টিপু সুলতান ও সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৪৭/৯ (সৈকত ৯৩, জিয়াউর ৪০, ইয়াসির ৪০; আল-আমিন ৪/৪৪, আমিনুল ২/২০, শুভাগত ১/২৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৪.৪ ওভারে ১৮৭ (আমিনুল ৬৪, মেহেদী ৪৯, তৌফিক ২৯; টিপু ৩/২৬, সাইফ ৩/৪৪, রিপন ১/২৩)
ফল: শেখ জামাল ৬০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সৈকত আলী