৩৭ বছর বয়সী একজন খেলছেন, মনে হয়নি শান্তর
সাকিব আল হাসান আনপ্রেডিক্টেবল। কখন কী করেন বুঝা মুশকিল। সাকিব একবছর পর ফিরেছেন, তবে প্রথম টেস্টে ছিলেন না। সাকিব যে দ্বিতীয় টেস্ট খেলবেন সেটা আগে থেকে জানতেন শান্ত। তবে এবার শান্ত জানতেন সাকিব খেলবেন। শান্তও জানিয়ে রাখলেন এভাবে জানা থাকলে প্ল্যানিং করতে সুবিধা হয় তার।
দ্বিতীয় টেস্টে সাকিবের হঠাৎ করে দলে ফেরা নিয়ে শান্ত বলেন, ‘আমি অনেক আগে থেকেই জানতাম উনি দ্বিতীয় টেস্টটা খেলবেন। প্রস্তুতির দিক থেকে ঠিক ছিল। হ্যাঁ, আগে থেকে জানতে পারলে অবশ্যই ভালো। আমি আশা করব যে আগে থেকে জানতে পারব। কারণ, সব সময় ওনার পরিকল্পনাটা পরিষ্কারই থাকে। তিনি পরিকল্পনাটা আমাদের দিয়ে দেন।’
অনেকেই ভেবেছিলেন সাকিব আল হাসানকে আর দেখা যাবে না টাইগারদের সাদা রঙয়ের জার্সিতে। তবে একবছরের অপেক্ষার প্রহর শেষ করে সাকিব তুলে নিয়েছেন লাল বল। এক বছর পর ফিরেও আগের মতোই নিবেদন সাকিবের। প্রথম ইনিংসে বল করেছেন ৩৭ ওভার। ছিলেন ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারি। চতুর্থ ইনিংসে গড়ে তুলেছেন প্রতিরোধ। সাকিবের কাছে দলের যে প্রত্যাশা ছিলো, সেটার সাথে মিট করতে পেরেছেন সাকিব?
এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘উনি অনেক দিন পর খেললেন, আমার মনে হয়নি ৩৭ বছর বয়সী একজন খেলছেন, প্রায় এক বছর পর টেস্ট খেলছেন। ৩৭ ওভার বল করেছে প্রথম ইনিংসে। ৩ উইকেটও নিলেন। ব্যাটিংটা যেভাবে করেছেন দ্বিতীয় ইনিংসে, যতটুকু আশা করেছিলাম, তার থেকে বেশি পেয়েছি তাঁর কাছ থেকে। সত্যি কথা হলো, টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়। মাঠে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন।'
সাগরিকা টেস্টে প্রথম ইনিংসে তিন আর দ্বিতীয় ইনিংসে সাকিব নিয়েছেন এক উইকেট। ব্যাট হাতে করেছেন ১৫ এবং ৩৬ রান।