তলানিতে থাকা মুম্বাইকে স্বস্তির খবর দিলেন সূর্যকুমার
আইপিএলে ২০২২ আসরটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ছিল এক দুঃস্বপ্ন। সেই আসরের শুরুর ৮ ম্যাচেই হেরেছিল তারা। শেষ পর্যন্ত ১৪ ম্যাচে জয় ছিল স্রেফ ৪টি। লিগপর্ব শেষে অবস্থান টেবিলের একদম তলানিতে, দশম অবস্থানে। এক আসর পর কি তবে ফিরে এলো সেই দুঃস্বপ্ন? এখনই পুরোপুরি তা বলা না গেলেও ঠিক সেই আসরের মতোই ২০২৪ আসর শুরু করেছে মুম্বাই। শুরুর তিন মাচেই হার। অবস্থান সেই তলানিতেই। ঘরের মাঠ বা প্রতিপক্ষের কোথাওই ঠিক সুবিধে করতে পারছেন টুর্নামেন্টের সবচেয়ে সফল এই দলটি।
মাঠের পারফর্মে ভাটা, নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে জলঘোলা, অধিনায়কের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের বনিবনা না হওয়া, মাঠের এবং মাঠের বাইরে সব শোনা কথার ভিড়ে আপাতত এটাই কথা যাই ই হোক সময়টা ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। দলের এই বাজে সময়ে কিছুটা হলেও স্বস্তির খবর সূর্যকুমার যাদবের ফেরা। নিশ্চিতভাবেই দলের গুরুত্বপূর্ণ একজন এবং টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারের জন্য স্বাভাবিকভাবেই মুখিয়ে ছিল দলটি।
সূর্যকুমার ফির আছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই ছাড়পত্র পেয়েই মুম্বাইয়ের দলে যোগ দিতে চলেছেন এই ডানহাতি ব্যাটার। আসরে মুম্বাইয়ের পরের ম্যাচ আগামী ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, ঘরের মাঠেই। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচের একাদশেই দেখা মিলতে পারে এই হার্ডহিটারে ব্যাটারের।
গত বছরের ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে গোড়ালির চোটে পড়েন সূর্যকুমার। এর পর থেকেই আছেন দলের বাইরে। সেই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। সেখান থেকে প্রায় চার মাস পর মাঠের খেলায় ফিরছেন স্কাই।