মেসিকে ছাড়া আরও এক হোঁচট মায়ামির 

মেসিকে ছাড়া আরও এক হোঁচট মায়ামির 

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়া আরও এক হারের মুখ দেখল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। লিগের পর এবার কনকাকাফ চ্যাম্পিয়নস লিগেও মেসিকে ছাড়া হোঁচট খেল ফ্লোরিডার দলটি। গত রাতে কোয়ার্টার ফাইনালে মন্টেরেই এফসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে ২-১ গোলে হারে মায়ামি। 

ঘরের মাটিতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৯তম মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে দারুণ এক ভলিতে বল জালে জড়ান আর্জেন্টাইন তরুণ টমাস এভিলেস। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেন আর্জেন্টিনা জাতীয় দলের অনূর্ধ্ব-১৯ দলেও। ডাগ আউটে না থাকলেও গ্যালারিতে বসে নিজ দেশের তরুণ ফুটবলারের এই নৈপুণ্য উপভোগ করেন মেসি। 

প্রথমার্ধের বাকি সময়ে দুদল তেমন সুযোগ করতে না পারলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুয়ারেজ-বুসকেতসরা। তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে বসে মায়ামি। যার শুরুটা ডেভিড রুইজের লাল কার্ড দিয়ে। ৬১তম মিনিটে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার। এর মিনিট তিনেক পরেই আরও এক ফাউল করে বসেন তিনি এবং রেফারির আরও এক হলুদ কার্ড। এতেই মাঠ ছাড়তে হয় আমেরিকান এই ফুটবলারকে। 

এর চার মিনিট বাদে সমতায় ফেরেন মন্টেরেই। কর্নার কিক থেকে আসা বল জটলা পাকানো অবস্থান থেকে ফিরতি এক বলে শট নিয়ে বল জালের ঠিকানায় পৌঁছান ম্যাক্সিমিলিয়ানো মেজা। পরে ম্যাচের শেষ দিকে এসে গোল করে সফরকারীদের এগিয়ে নেন জর্জ রদ্রিগেজ। এবং ঘরের মাঠে এগিয়ে গিয়েই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

সম্পর্কিত খবর