দুই ম্যাচে একই ভুল, ২৪ লাখ রুপি জরিমানা পান্তের
আসরের শুরুর দুই ম্যাচে হারের পর বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতে জয়ের খাতা খুলে দিল্লি ক্যাপিটালস। তবে জয় পেলেও সেই ম্যাচে জরিমানা গুণতে হয় দলটির অধিনায়ক রিশাভ পান্তকে। মন্থর ওভার রেটের কারণে সেই ম্যাচে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা হয় পান্তের। এবার গত রাতে কলকাতার বিপক্ষে দিল্লির পরের ম্যাচে সেই একই ভুল আরও একবার করায় আরও বড় জরিমানার মুখে পড়তে হয় দিল্লির অধিনায়ককে। পর পর দুই ম্যাচেই এই ভুল করায় এবার জরিমানা হয়েছে দ্বিগুণ। অর্থাৎ, এবার ২৪ লাখ রুপি জরিমানা হয়েছে পান্তের।
তবে শুধু পান্তেরই না জরিমানা গুণতে হচ্ছে দিল্লির একাদশের বাকি ক্রিকেটারদেরও। যদিও অঙ্কটা পন্তের চেয়ে কম। বাকি ক্রিকেটারদের জরিমানা হয়ে ম্যাচ ফির ২৫ শতাংশ, অর্থাৎ ৬ লাখ রুপি। এতে ১০৬ রানের হারের ম্যাচে হতাশা হিসেবে পুরো দলে যোগ হলো মোট ৮৪ লাখের বড় জরিমানা।
উল্লেখ্য, গত রাতের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নারাইন, রাসেল রঘুবংশীদের ব্যাটিং ঝড়ে ২৭২ রানের আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ে কলকাতা। পাহাড় সমান এই রান তাড়ায় ১৬৬ রানেই গুটিয়ে যায় দিল্লি। ১০৬ রানের এই হারে আসরের চার ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখল রিশাভ পান্তের দল।
চার ম্যাচে এই তিন হারে পয়েন্ট তালিকায় আসরের এই অবস্থায় দিল্লির অবস্থান নয়ে। তালিকার শেষ জায়গাটি তিন ম্যাচের তিনটিতেই হারা মুম্বাই ইন্ডিয়ান্সের।