অবশেষে ফিরছেন সূর্যকুমার

অবশেষে ফিরছেন সূর্যকুমার

সবশেষ খেলেছেন সেই ডিসেম্বরে। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন সূর্যকুমার যাদব। তবে তার নির্বাসনকাল শেষ হয়ে এসেছে। আইপিএল দিয়ে মাঠে ফিরছেন তিনি। আগামীকাল ৫ এপ্রিল তিনি যোগ দেবেন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। 

ক্রিকবাজ জানাচ্ছে, আজ ৪ এপ্রিল তিনি মুক্তি পেয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে। এরপর আর কালক্ষেপণ না করে তিনি ফিরছেন মুম্বাইয়ের ক্যাম্পে। যদিও তিনি কবে মাঠে ফিরে আসবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও পরিষ্কার হয়নি।  

টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি করেছিলেন সেঞ্চুরিও।

তবে এরপরই তিনি অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠের বাইরে চলে যান। যে কারণে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এরপর তাকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারও করাতে হয়েছে। যে কারণে ফিরতে আরও দেরি হয়েছে তার। এরপর থেকেই তিনি বেঙ্গালুরুর এনসিএ ফ্যাসিলিটিতে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন।

৩৩ বছর বয়সী এই ব্যাটার দলের সঙ্গে যোগ দিয়েই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়বেন। মুম্বাইয়ের পরের ম্যাচটা তাদের ঘরের মাঠেই। আগামী ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে দলটা। সে ম্যাচে তিনি থাকবেন কি না, তার ফিটনেসের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।

সম্পর্কিত খবর