টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘দৌড়ঝাঁপ’ শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দুই মাসের দূরত্বে দাঁড়িয়ে। দল ঘোষণা হয়নি এখনও। তবে তাই বলে বিশ্বকাপের দৌড়ঝাঁপ থেমে নেই। প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আজ যেমন দল বেঁধে মার্কিন দূতাবাসে গিয়ে ভিসার আনুষ্ঠানিকতা সারতে চলে গেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সময় লাগবে আরও। মাঝে জিম্বাবুয়ে সিরিজ আছে। এরপরই দল ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে সম্ভাব্য দলে কারা কারা আছেন, তার একটা আঁচ মিলে গেছে আজই। বৃহস্পতিবার সকালে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে যাওয়া বিসিবি বাসের যাত্রীদের সবাই আছেন বিশ্বকাপের ভাবনায়।
কারা কারা গেছেন তা নিয়ে চলে আসে প্রশ্ন। সেখানে আজ সকালে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, জাকির হাসান, জাকের আলী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ,তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তাওহিদ হদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
এই বহরে নেই, তবে বিশ্বকাপ ভাবনায় আছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয় ও সৌম্য সরকাররাও। তাদের যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় আর নতুন করে ভিসা করাতে হচ্ছে না। আজ সকালে মার্কিন দূতাবাসেও যেতে হয়নি তাদের। সাকিব আল হাসানও তাদেরই একজন।
আজ সকালে মিরপুরে একত্রিত হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর দলীয় বাসে চেপে তারা চলে যান বারিধারার মার্কিন দূতাবাসে।