বিশ্বকাপে হুমকি হবে বাংলাদেশ, মনে করেন হিলি
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। আর এই আসরে রেকর্ড ৬ বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সবশেষ তিনটি আসরেই জিতেছে শিরোপা। এবারই তাই লক্ষ্যটা একই। শিরোপা ধরে রাখা। আর সে কারণেই বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া।
আর সেই সফরে জিতেছে সবকটি ম্যাচ। বিশ্বকাপের আগে এমন সফরে কি পেল অজিরা; তাই নিয়ে সফর শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির অধিনায়ক অ্যালিসা হিলি। একই সঙ্গে হিলি মনে করেন, নিজেদের কন্ডিশনে বিশ্বকাপে হুমকি হয়ে উঠতে পারে বাংলাদেশ।
নিজের দলের সাফল্য ও বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া নিয়ে হিলি বলেন, ‘আমাদের দলের প্রত্যেকেই এখান থেকে কিছু না কিছু বাড়িতে নিয়ে যাচ্ছে। যেটা নিয়ে তারা কাজ করতে পারবে। আর আমরা যখন সেপ্টেম্বরে এখানে ফিরে আসব তখনকার জন্য এই সফর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমি মনে করি আমরা এই সিরিজ থেকে সম্ভাব্য সবকিছু পেয়েছি।’
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে অজি ব্যাটারদের বিপদে ফেলা ছাড়া বাকি ম্যাচগুলোতে সফরকারীদের বিপক্ষে তেমন একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই এক তরফা জয় পেয়েছে অজিরা। তবে হিলি অবশ্য তেমনটি মনে করেন না। বরং জানিয়েছেন বাংলাদেশের হোম কন্ডিশনে বেশ চাপেই পড়তে হয়েছে তাদের। আর সেই কারণেই তার বিশ্বাস আসন্ন বিশ্বকাপে নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে বাংলাদেশ।
হিলি বলেন, ‘বিশেষ করে বোলিংয়ে তারা (বাংলাদেশ) আমাদের ব্যাটিংলাইন আপকে চ্যালেঞ্জ জানিয়েছে। বিশ্বকাপে তারা সত্যিকারের হুমকি হয়ে উঠবে। ঘরের কন্ডিশন তাদের জন্য একটি বড় সুবিধা এবং আমি মনে করি দলটি কিছুটা রাডারের নিচে থাকবে। সেই সঙ্গে আমার মনে হয়, তারা শীর্ষস্থানীয় কিছু দলের জন্য সত্যিই বিপজ্জনক হবে।’
বিশ্বকাপের আসর সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ায় এখানকার গরম নিয়েও কিছুটা উদ্বিগ্ন হিলি। তাছাড়া ভাবনা আছে এখানকার উইকেট নিয়েও। তবে হিলি বিশ্বাস করেন টুর্নামেন্ট আইসিসির হওয়ায় উইকেট ভালোই হবে। হিলি বলেন, ‘আমরা শুনেছি সেপ্টেম্বর-অক্টোবরে তাপ আরও খারাপ হবে। তবে সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে স্বাভাবিকভাবেই আইসিসি ইভেন্ট হওয়ায়, আমি মনে করি উইকেট সত্যিই ভালো শুরু হবে। তারপর হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে উইকেট কিছুটা ক্লান্ত হয়ে পড়বে।’