পার্পল ক্যাপ হারালেন মুস্তাফিজ

পার্পল ক্যাপ হারালেন মুস্তাফিজ

দুর্দান্ত একটা আইপিএল মৌসুম পার করছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের প্রথম তিন ম্যাচেই ছিলেন একাদশে। শিকার করেছেন ৭ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচে ৪ উইকেট শিকার করার পর থেকেই শীর্ষ উইকেট শিকারি বোলারদের পুরস্কার ‘পার্পল ক্যাপ’ মাথায় পরে খেলছেন তিনি। তবে সেই পার্পল ক্যাপ এবার হাতছাড়া হয়েছে মুস্তাফিজের। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুস্তাফিজের ৭ উইকেট ছুঁয়ে ফেলেছেন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মা।

দু’জনের উইকেট সংখ্যা সমান হলেও মোহিতের চেয়ে ১ ম্যাচ বেশি অর্থাৎ ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোহিত। তবে এই গুজরাটের পেসার মুস্তাফিজের চেয়ে এগিয়ে আছেন ওভার প্রতি রান কম খরচ করার বিচারে। এই সময়ে মুস্তাফিজের ইকোনোমি রেট যেখানে ৮.৮৩, সেখানে মোহিতের ইকোনোমি ৭.৭৮। আর এই ইকোনোমিতে মুস্তাফিজকে পেছনে ফেলেই পার্পল ক্যাপ জিতে নিয়েছেন চেন্নাইয়ের সাবেক পেসার মোহিত।

মুস্তাফিজের অবশ্য সুযোগ ছিল আজ রাতেই চেন্নাইয়ের ম্যাচে সেই পার্পল ক্যাপ পুনরায় নিজের কাছে নিয়ে নেওয়ার। তবে সেটি আপাতত হচ্ছে না। কেননা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে এরইমধ্যে দেশে ফিরেছেন তিনি। যার ফলে আজ রাতের ম্যাচে তাকে পাচ্ছে না চেন্নাই। আর সে কারণে মুস্তফিজকেও অপেক্ষায় থাকতে হয়েছে পুনরায় পার্পল ক্যাপ নিজের করে নিতে।

এর আগে আইপিএলে পার্পল ক্যাপ পরে খেলার অনুভূতি জানিয়ে গত ২৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুস্তাফিজ লিখেছিলেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।’

মুস্তাফিজ লম্বা সময় এই পার্পল ক্যাপ নিজের কাছে ধরে রাখার কথা বললেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। নিজের খেলা সবশেষ ম্যাচে মুস্তাফিজ নিজের সাবেক ক্লাব দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেট নিতে গিয়ে খরচ করেছেন ৪৭ রান। আর মূলত, সেখানটাতেই ইকোনোমিতে পিছিয়ে পড়েছেন মুস্তাফিজ। যার খেসারত তাকে দিতে হয়েছে পার্পল ক্যাপ হারিয়ে।

সম্পর্কিত খবর