৯ ওভারে ম্যাচ জিতে সুপার সিক্সের আশায় শাইনপুকুর

৯ ওভারে ম্যাচ জিতে সুপার সিক্সের আশায় শাইনপুকুর

টি-টোয়েন্টি ম্যাচও তো ৯ ওভারে শেষ হয়ে গেলে চোখ ছানাবড়া হয়ে যায়! সেখানে পঞ্চাশ ওভারের ইনিংস শেষ ৯ ওভারে! ভাবা যায়? 

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ এমন এক কীর্তিই গড়ে বসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার্সকে ১১০ রানে অলআউট করে ৯ ওভারেই সে রান তাড়া করে ফেলে দলটা। এমন জয়ের পর সুপার সিক্সের আশাটাও ভালোভাবেই টিকে রইল তাদের।  

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল থেকে দাপট দেখিয়েছেন বোলাররা। পেসার রবিউল হক আর মুকিদুল শুরুতে, এরপর স্পিনার হাসান মুরাদ ছড়ি ঘুরিয়েছেন রূপগঞ্জের ব্যাটারদের ওপর। ৯.৪ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। আরাফাত সানি আর এস এম মেহেরবও ২ উইকেট তুলে নেন। ১১০ রান তুলতেই গুটিয়ে যায় রূপগঞ্জ।

এরপরই মিরপুরে শুরু জিশান আলম আর তানজিদ হাসান তামিমের তাণ্ডবের। এর আগ পর্যন্ত উইকেটটাকে স্পিনসহায়ক মনে হচ্ছিল যেখানে, সেখানে দুজন নামার পরেই মনে হলো যেন ব্যাটিংয়ের স্বর্গরাজ্যেই চলে আসা গেল!

রূপগঞ্জ ইনিংসের সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসই যেখানে ছিল মোটে ২০, সেখানে জিশান-তানজিদরা জয় নিশ্চিত করা ৯ম ওভারেই তুলেছেন তার চেয়ে বেশি রান। শুরু থেকে বোলারদের ওপর চড়াও হন দুজনেই। তানজিদ ৬ চার আর ৩ ছক্কায় ২৬ বলে ৪৮ রান করেন। তবে তার চেয়েও গতি বেশি ছিল জিশানের। ২৮ বল খেলে ৫৮ রান করেন তিনি, মারেন ৪ চার আর ৬ ছক্কা। দুজনের তাণ্ডবে ৯ ওভারেই ১১১ রান তুলে ম্যাচ শেষ করে ফেলে শাইনপুকুর। ৪১ ওভার হাতে রেখে ম্যাচ জিতে সুপার সিক্সের আশাটাও ভালোভাবেই জিইয়ে রাখল তারা।

সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স: ৩৯.৪ ওভারে ১১০ (মামুন ২০; মুরাদ ৪/২১, সানি ২/১০, মেহরব ২/৮)
শাইনপুকুর: ৯ ওভারে ১১১/০ (জিশান ৫৮, তানজিদ ৪৮)
ফল: শাইনপুকুর ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হাসান মুরাদ।

সম্পর্কিত খবর