মুস্তাফিজকে ছাড়াই মাঠে চেন্নাই

মুস্তাফিজকে ছাড়াই মাঠে চেন্নাই

আগের তিন ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট। এক ম্যাচে হয়েছেন ম্যাচসেরাও। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েই দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। তবে এবার চতুর্থ ম্যাচে এসে তাকে ছাড়াই মাঠে নেমেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

বিষয়টা টসের সময়ই জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামার সময় তিনি জানান, মুস্তাফিজ দলের সঙ্গে নেই, পাথিরানারও ‘নিগল’ আছে। তাই দলে তিন পরিবর্তন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্র। সেখানে খেলতে যাওয়ার আগে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা চাই। মুস্তাফিজ তা করতেই জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছিলেন। গতকাল তিনি সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসেও। সেখানে ভিসার কাজে পাসপোর্ট জমা দিতে হয় তাকে।

তবে সে পাসপোর্ট ফেরত পাননি তিনি। সে কারণে ভারতের টিকিট কাটতে পারেননি। ভারতও যাওয়া হয়নি। আজ টসের সময় রুতুরাজও জানালেন একই কথা, বললেন, ‘মুস্তাফিজ দলের সঙ্গে নেই’।

চেন্নাই নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী সোমবার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। চেন্নাই শিবিরে আশা, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ম্যাচের আগেই।

সম্পর্কিত খবর