ইরফানের ফাইফারে অবশেষে জিতল সিটি ক্লাব
সুপার লিগের আশা নেই বললেই চলে। সিটি ক্লাব সে আশা করেওনি। জয়ের খাতাই যে খোলেনি দলটা। লিগে নিজেদের অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল দলটা। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ২০ রানে।
তবে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে শুরুটা ভালো হয়নি তাদের। শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানে খুইয়ে বসে ৩ উইকেট। তবে এরপর হাসানুজ্জামানের ৪১, সাজ্জাদুল ইসলামের ৭০ রানে ভর করে লড়াকু পুঁজির পথেই ছিল সিটি ক্লাব।
মাঝারি স্কোরের ভিতের পর সিটি ক্লাবকে আড়াইশোর্ধ্ব রানের পুঁজি পাইয়ে দেন মইনুল ইসলাম। ৫৩ রানের ইনিংসে ভর করে ২৫১ রানে ইনিংস শেষ করে সিটি ক্লাব। এই ইনিংসে একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন আবু জায়েদ রাহি। ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি, লিস্ট এ ক্রিকেটে ছুঁয়ে ফেলেন ১০০ উইকেটের মাইলফলক।
ব্রাদার্স জবাবটা ভালোই দিতে শুরু করেছিল। তবে দলের শীর্ষ ব্যাটারদের সবাই ভালো শুরু পেয়েও তা ছুঁড়ে দিয়ে এসেছেন। ওপেনার রহমত আলী ৬০ রানের ইনিংস খেলে ফেরেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন আসিফ আহমেদ। বাকিদের সবাই পেসার ইরফান হোসেনের সামনে দাঁড়াতেই পারেননি, ২০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
তার এমন নৈপুণ্যেই দারুণ জয় তুলে নেয় সিটি ক্লাব। ব্রাদার্সকে হারায় ২০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
সিটি ক্লাব: ৫০ ওভারে ২৫১/৯ (সাজ্জাদুল ৭০, মইনুল ৫৩, হাসানুজ্জামান ৪১; রাহি ৪/২৪)
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৩১/৮ (রহমত ৬০, আসিফ ৪৪, রাহাতুল ৩০; ইফরান ৫/৪৭)
ফল: সিটি ক্লাব ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইফরান হোসেন।