দুই ম্যাচে ১২ গোল বসুন্ধরার

দুই ম্যাচে ১২ গোল বসুন্ধরার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের শুরুটা বসুন্ধরা কিংস করল রাজসিকভাবেই। ব্রাদার্স ইউনিয়নের পর এবার চট্টগ্রাম আবাহনীকেও উড়িয়েই দিয়েছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। আজ রাকিব হোসেনের জোড়া গোলে ৫-০ গোলের বড় এক জয় তুলে নিয়েছে বসুন্ধরা। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বসুন্ধরাকে। ২ মিনিটে দলটাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ। ১২ মিনিটে আবাহনী ডিফেন্ডার রায়হানের হ্যান্ডবল পেনাল্টি এনে দেয় বসুন্ধরাকে। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনিও।

১৯ মিনিটে পরের গোল এল। সে গোলেও জড়িয়ে রবসনের নাম। তার লং বল থেকে গোল করেন রাকিব হোসেন। প্রথমার্ধের বাঁশির একটু আগে চতুর্থ গোলটি করেন আসরোর গফুরভ।

ম্যাচের পঞ্চম ও শেষ গোলটা বসুন্ধরা পেয়েছে ৫৩ মিনিটে। দরিয়েলতনের ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। বসুন্ধরা জেতে ৫-০ গোলে। 

বসুন্ধরা আগের ম্যাচেও ব্রাদার্স ইউনিয়নকে ভাসিয়েছিল গোল বন্যায়। তাদের জালে জড়িয়েছিল ৭ গোল। এবার চট্টগ্রামে গোল ঝড়ে উড়িয়ে দিল তারা। শেষ দুই ম্যাচে দরিয়েলতন, রবসন, রাকিবরা এ নিয়ে করলেন ১২ গোল।

এই জয়ের ফলে দুইয়ে থাকা মোহামেডানের সঙ্গে ব্যবধান আরও বাড়াল বসুন্ধরা। দুইয়ে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৮। ১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বসুন্ধরা।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সাবেক আবাহনী ডিফেন্ডার মোস্তফা কাহারবা।

সম্পর্কিত খবর