এই হার ভুলতে চান না বাভুমা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারায় ওয়ানডে বিশ্বকাপেও দলটিকে নিয়ে সতর্ক ছিল দক্ষিণ আফ্রিকা। তবে তাদের সেই সতর্ক দৃষ্টিও গল্পে কোনো পরিবর্তন আনেনি। উড়তে থাকা প্রোটিয়ারা আরও একবার হেরেছে ডাচদের কাছে। বিশ্বকাপে পেয়েছে বড় ধাক্কা। চুপসে গেছে দলটিকে নিয়ে বাজি ধরা মানুষের আশার ফানুস। প্রশ্ন উকি দিচ্ছে তবে কি আরও একবার ব্যর্থতা। ‘চোকার্স’ নামটা কি তবে আরও শক্ত হয়ে লেপ্টে যাবে দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে।
এমন হারের পর যে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা তা স্বীকার করে নিয়েছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। ৩৮ রানের এই তিক্ত হার ভুলতে চান না তিনি। বরং আগামীতে এই হারের ব্যথাকে শক্তিতে পরিণত করে সাফল্য পেতে চান বাভুমা।
প্রোটিয়া অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘আমাদের এই হারের ব্যথা অনুভব করা উচিত। যা হয়েছে তা ভুলে যাওয়ার চেষ্টা করার কোনো অর্থ নেই। এটি আমাদের আঘাত করেছে। এটি অবশ্যই আমাদের আঘাত করা উচিত।’
তিনি আরও বলেন, ‘এই হারে আঘাত পেলেই আপনি আগামীকাল ফিরে আসবেন, আপনি জেগে উঠবেন। আমরা জয়ের ধারায় ফিরে আসব। আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে আজকের এই আবেগ অনুভব করতে হবে এবং আগামীকাল ফিরে আসতে হবে।’