বড় জয়ে সুপার সিক্সের শুরু আবাহনী-মোহামেডানের
গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্ব মাঠে গড়িয়েছে আজ। সেখানে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুটো দলই জয় তুলে নিয়েছে বড় ব্যবধানে। আবাহনী ৭-০ গোলে বাংলাদেশ পুলিশকে, অ্যাজাক্স এসসিকে ৯-২ গোলে হারিয়েছে মোহামেডান।
আবাহনীর সাত গোল করলেও প্রথম কোয়ার্টারে কোনো গোলই করতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটা এনে দেন রোমান সরকার। এরপরই ভেঙে যায় আবাহনীর গোলের বাঁধ। আশরাফুল ইসলাম গোল করেন পেনাল্টি কর্নার থেকে। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ব্যবধানটা ৩-০ করেন শিলানন্দ লারকা।
তবে আবাহনীর মূল গোল উৎসব শুরু হয়েছে চতুর্থ কোয়ার্টারে গিয়ে। রেজাউল করিম, ভেঙ্কেটেশ, আফফান ইউসুফরা গোল করেন। রোমান সরকার করেন তার দ্বিতীয় গোলটা।
এদিকে মোহামেডান দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্সকে ভাসিয়েছে গোলবানে। ম্যাচের শুরুটা অবশ্য এমন কিছুর আভাস দিচ্ছিল না। দ্বিতীয় মিনিটেই ম্যাচটা দেখল প্রথম গোল। তবে এগিয়ে যাওয়া দলটা ছিল অ্যাজাক্স!
শিমুল খানের সে গোলের জবাবটা মোহামেডান দেয় রীতিমতো স্টিম রোলার চালিয়ে। ১১ মিনিটে ফিতফি বিন সারির গোলে সমতা ফেরানোর পর বিরতির আগেই পেয়ে যায় ‘গো আহেড’ গোলের দেখা। গোলটি করেন দ্বীন ইসলাম।
এরপর ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে ম্যাচটা অ্যাজাক্সের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় মোহামেডান। মালয়েশিয়ান ফয়েজ হেলমি বিন জালি আরও এক গোল করে বসেন ম্যাচের ৪৩ মিনিটে। পরের মিনিটে শহীদুল হক সৈকত, ৫৩ মিনিটে মেহেদি হাসানও গোল করেন। ৫৩ মিনিটে অ্যাজাক্সের হয়ে গোল করেন সিলহেইবা লিশাম। ৫৮ মিনিটে অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি গোলে ৯-২ ব্যবধানের জয়টা নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশী মোহামেডান।