রোনালদোর রেকর্ড ছুঁয়ে এমবাপের উড়ন্ত ফর্ম

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৪ পিএম | ৩০ মার্চ, ২০২৫

রিয়াল মাদ্রিদে শুরুতে প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরেছেন কিলিয়ান এমবাপে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে রিয়ালে আসার পর প্রথম মৌসুমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেই এমবাপে এখন দুর্দান্ত ফর্মে আছেন এবং ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ডে।

লা লিগায় গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপে। প্রথম গোলটি করেন ৩২ মিনিটে পেনাল্টি থেকে, আর দ্বিতীয় গোলটি আসে ৭৬ মিনিটে ফ্রান গার্সিয়ার অ্যাসিস্টে। এই গোলেই রোনালদোর সমান এক মৌসুমে ৩৩ গোলের রেকর্ড স্পর্শ করেন এমবাপে। রোনালদো ২০০৯-১০ মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৩৩ গোল করেছিলেন, যা এখন ছুঁয়ে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের পর নিজের অনুভূতি জানিয়ে এমবাপে বলেন, ‘এটি আমার জন্য অনেক বিশেষ কিছু। আমি জানি দলের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে ক্রিস্টিয়ানোর সমান গোল করাটা আমার জন্য দারুণ এক অর্জন। তিনি আমাদের অনেক উপদেশ দেন এবং অসাধারণ গোলস্কোরার ছিলেন। তবে আমাদের আসল লক্ষ্য শিরোপা জেতা।’

লেগানেসের বিপক্ষে ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। এমবাপ্পের গোলে রিয়াল এগিয়ে গেলেও, মাত্র ৮ মিনিটের ব্যবধানে লেগানেস দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৩৩ মিনিটে দিয়েগো গার্সিয়া সমতা ফেরান, এরপর ৪১ মিনিটে দানি রাবা গোল করে লেগানেসকে এগিয়ে দেন।

তবে রিয়াল মাদ্রিদ কখনোই হাল ছাড়ার দল নয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে জুড বেলিংহাম গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এরপর ৭৬ মিনিটে এমবাপ্পের রেকর্ড গড়া গোলটি আসে, যা শেষ পর্যন্ত রিয়ালের জয়ের পথ সুগম করে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ৬৩, যা সমান বার্সেলোনার সঙ্গেও। যদিও বার্সা একটি ম্যাচ কম খেলেছে (২৮ ম্যাচ), সেখানে রিয়াল খেলেছে ২৯ ম্যাচ। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭, তারা খেলেছে ২৯ ম্যাচ।

আজ লা লিগায় এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে বার্সেলোনা খেলবে জিরোনার বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই বার্সেলোনা আবারও রিয়ালের থেকে এগিয়ে যাবে। মৌসুমের শেষদিকে এসে লিগের শিরোপার লড়াই জমে উঠেছে।

খেলার দুনিয়া | ফলো করুন :