বলিউড ছেড়ে ক্রিকেটারদের বিয়ে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৪৯ এএম | ০১ এপ্রিল, ২০২৫

উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। এখানে ক্রিকেটারদের নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। তাদের সঙ্গে যখন যুক্ত হয় শোবিজ তারকাদের নাম তখন সেই দম্পত্তিকে নিয়ে কৌতুহল বেড়ে যায় কয়েকগুন। 

ক্রিকেট তারকাদের সঙ্গে শোবিজ অঙ্গনের তারকাদের যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এ দিক দিয়ে সবার থেকে এগিয়ে বলিউড ও ভারতীয় ক্রিকেটাররা। বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী আছেন যারা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। তবে বিয়ের পরে নিজেদের পেশাগত ক্যারিয়ারকে বাদ দিয়ে মন দিয়েছেন সংসারে। আজ চলুন জেনে নেই কিছু বলিউড অভিনেত্রীদের সম্পর্কে যারা ভালোবাসার জন্য তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন। 

১. যুবরাজ সিং ও হ্যাজেল কিচ

২০১৬ সালের ৩০ নভেম্বর, বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। তবে বিয়ের পর, হ্যাজেল বলিউডকে বিদায় জানিয়ে সংসারে মনোনিবেশ করেছেন। 

২. হরভজন সিং ও গীতা বসরা

গীতা বসরা ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি ভারতের প্রখ্যাত ক্রিকেটার হরভজন সিংকে বিয়ে করেন। তারা আট বছর প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন বিয়ের পিড়িতে বসেন তারা। বিয়ের পর গীতা চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে তার পরিবারকে সময় দিতে শুরু করেন। 

৪. জহির খান ও সাগরিকা ঘাটগে

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি পেসার জহির খান। ২০১৭ সালে বিয়ে করেন অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে। বিয়ের পর, সাগরিকা অভিনয়ে কিছু সময় বিরতি নেন। যদিও পরে কিছু ওয়েব সিরিজ এবং টিভি শোতে তাকে দেখা গেছে। তবে ২০২০ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।

৫. মোহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি

মোহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি ছিলেন ভারতের বিখ্যাত দম্পতি । সঙ্গীতা বিজলানি, সালমন খানের প্রাক্তন বান্ধবী এবং জনপ্রিয় হিন্দি সিনেমা অভিনেত্রী ছিলেন। মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। তবে তাদের বিবাহ বেশিদিন টেকেনি। সঙ্গীতা বিজলানি এরপর সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেন।

খেলার দুনিয়া | ফলো করুন :