মেসির নামের পাশে যত রেকর্ড

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:০৫ এএম | ০১ এপ্রিল, ২০২৫

তার যুগের তো বটেই, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবল থেকে সম্ভাব্য যা কিছু জয় করা সম্ভব তার সবই জিতেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এখন কেবল ফুটবলকে উপভোগ করার জন্য খেলে যাচ্ছেন।

ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে মেসি গড়ে চলেছেন অসংখ্য রেকর্ড। অতিদানবীয় কিছু না ঘটলে যে রেকর্ডগুলো টিকে থাকবে কয়েক বছর। চলুন দেখে নি মেসির গড়া কতগুলো অবিশ্বাস্য রেকর্ড-

৮ বার ব্যালন ডি অর জয়

লিওনেল মেসি তার ক্যারিয়ারে ব্যালন ডি অর জিতেছেন সর্বোচ্চ ৮ বার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি অর সংখ্যা ৫ টি। অদূর ভবিষ্যতে মেসির ব্যালন ডি অর জয়ের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না কারোই। 

এক বর্ষপঞ্জীতে ৯১ গোল

২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক বছরে ৯১ গোল করেছিলেন মেসি। এমনকি এক বছরে সেরা তিন গোলের রেকর্ডের তিনটিই তার দখলে। তার ধারেকাছেও নেই আর কোনো ফুটবলার।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ার শুরু করা মেসি দলটির হয়ে করেছেন মোট ৬৭২ টি গোল। নির্দিষ্ট ক্লাবের হয়ে এত গোলের ত্রিসীমানাতেও নেই আর কোনো ফুটবলার। লা-লিগার ইতিহাসেও সর্বোচ্চ গোল তারই। করেছেন ৪৭৪ গোল। লা লিগায় সর্বোচ্চ ৩৬ টি হ্যাটট্রিকের রেকর্ডও তার দখলে।

সর্বোচ্চ ইউরোপিয়ান গোল্ডেন শ্যু

এক মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চবার বেশি গোল করার রেকর্ড মেসি। যার ফলে সর্বোচ্চ ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর আছে চারটি।

সবচেয়ে বেশি গোল+ অ্যাসিস্ট

ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল+ অ্যাসিস্টে সবার উপরে মেসি। ৮৫০ টি গোলের বিপরীতে তার অ্যাসিস্টের সংখ্যা রেকর্ড ৩৮০ টি। সবমিলিয়ে এই সংখ্যা ১২৩০। যার ধারে কাছেও নেই আর কেউ।

সবচেয়ে বেশি প্লে-মেকার অ্যাওয়ার্ড

মেসি কেবল একজন গোলস্কোরার নন, তিনি সমান তালে একজন প্লেমেকারও। তার ম্যাচ মেকিং ক্ষমতা পৃথিবীর যে কারো থেকে ভালো। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার হয়েও মেসি জিতেছেন রেকর্ড পাঁচ বার প্লেমেকার অ্যাওয়ার্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :