১০০ ওভারের ম্যাচ শেষ ১৮.২ ওভারেই!
সবকিছু ঠিকঠাক চললে এই সময়ে এসে প্রথম ইনিংস শেষ হওয়ার কথা ম্যাচটার। তবে সাত সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে এমন কিছু হলো, ম্যাচটা তো শেষ হয়ে গেলই, পুরস্কার বিতরণী শেষ করে দলগুলো এখন সাভার থেকে ঢাকার পথে রওয়ানাও হয়ে গেছে! হবেই বা না কেন! ১০০ ওভারের ম্যাচ যে শেষ হয়ে গেছে মাত্র ১১০ বলেই!
আজ বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে পড়েছিল গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। সকালে আবু হায়দার রনির তোপের মুখে ১২ ওভারেই ৪০ রান তুলে গুটিয়ে যায় গাজী টায়ার্স। জবাব দিতে নেমে একটা উইকেট খোয়ালেও ম্যাচটা শেষ করতে দেরি করেনি মোহামেডান, ম্যাচ শেষ করে ফেলে ৩৮ বলেই।
টস জিতে ব্যাট করতে নামা গাজী টায়ার্স শুরুতেই পড়ে যায় রনির তোপের মুখে। তার ২০ রানে ৭ উইকেটের সামনে ধসে পড়ে তাদের ইনিংস। এক ইফতেখার সাজ্জাদের ১৬ বাদে দুই অঙ্কের ইনিংসও নেই আর একটি! ২০ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদও!
গাজীর ইনিংস শেষের পর খুব বড় বিরতিও দেওয়া হয়নি। মোহামেডান মাঠে এসে রান তাড়া করে ফেলেছে দ্রুতই।
একটা উইকেট অবশ্য হারায় মোহামেডান। দলীয় ৩৫ রানের মাথায় ফেরেন রনি তালুকদার (১২)। ৬.২ ওভার খেলেই জয় তুলে নেয় মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ৪০ (১২ ওভার) (সাজ্জাদ ১৬; রনি ৭/২০, নাসুম ৩/২০)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪১/১ (৬.২ ওভার) (ইমরুল ১৯*; আকাশ ১/৪)
ফল: মোহামেডান ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আবু হায়দার রনি