সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার
নিজ দেশে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার মিসমাহ মারুফ ও ঘুলাম ফাতিমা। সেখানে সামান্য আঘাত পেয়েছেন তারা। ঘটনার পরপরই তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিসমাহ ও ফাতিমাকে। এবং তাদের রাখা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বিসমাহ ও ফাতিমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পিসিবি।
সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধরের মাটিতে সাদা বলের দুই ফরম্যাটেরই সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে সিরিজটি। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। সেই ৮ ম্যাচের প্রত্যেকটিই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।
আসন্ন এই সিরিজে এখন দল ঘোষণা না করলেও সিরিজটির সম্ভাব্য ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে দুজনেরই। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করে ফেলেছে তাদের দল।
পাকিস্তানের সবশেষ ওয়ানডেতে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন বিসমাহ। তিন ম্যাচের সেই সিরিজে ব্যাট হাতে ৮৯ রান করেছিলেন বিসমাহ। অন্যদিকে, ৬ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ফাতিমা।