মোহামেডানের সহজ জয়, পুলিশে আটক শেখ জামাল
মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সবশেষ ম্যাচেই শেখ রাসেলকে হারিয়েছিল। তবে সেটা ছিল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তার তিন দিন পর আরও একবার মোহামেডান-শেখ রাসেল মুখোমুখি। এবারও শেষ হাসি হাসল ওই মোহামেডানই। এবার ব্যবধানটা বেড়েছে আরও। ৩-১ গোলে জিতেছে আলফাজ আহমেদের দল। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ২-২ গোলে রুখে দিয়েছে শেখ জামালকে।
ফেড কাপের শেষ আটের লড়াইয়ে শেখ রাসেল তাও শুরুতে গোল করেছিল মোহামেডানের বিপক্ষে। আজ নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধেই তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। ৩৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন সুলেমান দিয়াবাতে। তবে বিরতির ঠিক আগে ভইস্লাভ বালভানোভিচের পেনাল্টিতে সমতা ফেরায় শেখ রাসেল।
মোহামেডানকে দ্বিতীয় গোল এনে দেন মুজাফফর মুজাফফরভ। আগের দুই ম্যাচে তিনি বক্সের বাইরে থেকে শটে গোল এনে দিয়েছিলেন, আজ প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার শটে দলকে গোল এনে দেন তিনি। এর মিনিট দুয়েক পরই মোহামেডান পরের গোলের দেখা পেয়ে যায় সুলেমান দিয়াবাতের কল্যাণে। ডান পাশ দিয়ে আক্রমণে উঠে তিনি নিচু ক্রস দেন বক্সে থাকা জাফর ইকবালকে। সহজ ট্যাপ ইনে তিনি দলকে এনে দেন ২ গোলের লিড। সেই ৩-১ ব্যবধান নিয়েই মোহামেডান মাঠ ছেড়েছে আজ। বসুন্ধরার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আবারও ৫ এ নামিয়ে এনেছে তারা। ১১ ম্যাচে তাদের অর্জন ২৩ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে পুলিশ শুরুতেই এগিয়ে গিয়েছিল এনরিকে মুরিয়োর গোলে। তবে ৪৫ আর ৬০ মিনিটে আবু তোরের গোলে শেখ জামাল জয়ের স্বপ্নই দেখছিল। ৭৫ মিনিটে এসে সে স্বপ্নে বাধ সাধেন মোহাম্মদ আল আমিন। ফলে ২-২ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় টেবিলের চার আর পাঁচে থাকা শেখ জামাল আর পুলিশকে। দুই দলের পয়েন্ট এখন যথাক্রমে ১৫ ও ১৪।