বিরল এক রেকর্ড হাতছানি দিচ্ছে কোহলিকে
ক্যারিয়ার জুড়ে ঠিক কতগুলো রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তার হিসেব নেই বিরাট কোহলির কাছেও। এবার আরও একটি বিরল রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। সেটি হচ্ছে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে যেকোনো একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আট হাজারেরও বেশি রান সংগ্রহ করা।
আইপিএলের চলতি আসরে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ আজ (শনিবার) রাজস্থান রয়ালসের বিপক্ষে। চাইলে এই ম্যাচেই কোহলি ছুঁয়ে ফেলতে পারেন এই রেকর্ড। যার জন্য তার প্রয়োজন আর ১১০ রান।
বেঙ্গালুরুর হয়ে ৩৫ বছর বয়সী এই ব্যাটার মোট ২৫৬টি ম্যাচ মাঠে নেমেছেন। যেখানে ২৪৭ ইনিংসে ১৩১.২৩ স্ট্রাইক রেটের সঙ্গে মোট ৭৮৯০ রান এসেছে তার ব্যাট থেকে। আইপিএলের মঞ্চে দুর্দান্ত এই পরিসংখ্যানে তার আছে ৭টি শতক এবং ৫৪টি অর্ধশতক।
যদিও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির চলতি আসরটি আশানুরূপ কাটছে না। এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছেন কোহলি। পয়েন্ট তালিকার আটে আছে তার দল। প্লে-অফের দৌড়ে নিজেদের এগিয়ে নিতে আজ রাজস্থানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে তারা।