বল হাতে রনির ‘স্বর্ণযুগ’

বল হাতে রনির ‘স্বর্ণযুগ’

আবু হায়দার রনি যাই ধরেন, তাই যেনো সোনা হয়ে যাচ্ছে। মাঠের ক্রিকেটে একের পর এক তান্ডব চালিয়েই যাচ্ছেন। বিপিএলে সবচেয়ে কম বলে ৫ উইকেটের রেকর্ড গড়েছিলেন কিছু দিন আগে। মাত্র ১৩ বলেই। মাত্র ১২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেও নিজের নাম তুলেছেন রেকর্ডের পাতায়। সঙ্গে যোগ হয়েছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামও।

শনিবার সকালে বিএকেএসপির তিন নাম্বার মাঠে আবু হায়দার রনি গাজী টায়ার্সের বিপক্ষে ২০ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। যেটা লিস্ট এ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা। তার তোপে মাত্র ৪০ রান অলআউট হয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।

চলতি মৌসুমে ব্যাট হাতে আবাহনীর বিপক্ষে ১৫ বলে ২২, শেখ জামালের বিপক্ষে ৩৬ বলে ৪৫ আর প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩৬ বলে ৫৪। নিচের দিকে ব্যাট করেও দুইটা বড় ইনিংসে দলকে ম্যাচ জিতিয়েছেন। বল হাতেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি৷

রনির এই ফিগার লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সেরা। ডিপিএলেই আছে আছে ৮ উইকেট নেওয়ার কীর্তি। ২০১৮ সালে গাজী গ্রুপের ইয়াসিন আরাফাত মিশু আবাহনীর বিপক্ষে ৪০ রানে নিয়েছিলেন ৮ উইকেট। দুইয়ে আছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিন কিংবদন্তী ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে শিকার করেন ৭ উইকেট।

গাজী টায়ার্সকে মোহামেডানের করা ৪০ রানে অলআউট, বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন রান। এর আগে ৩০ রানে অলআউট হওয়ার নজিরও আছে৷ সেটা অবশ্য ২২ বছর আগে। ২০০২ সালের জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে অলআউট হয় চট্টগ্রাম।

দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড আবার ডিপিএলে। ২০১৩ সালে ক্রিকেট কোচিং স্কুলকে ৩৫ রানে অলআউট করে আবাহনী।

সম্পর্কিত খবর