কামিন্সকে কাইফের কড়া প্রশ্ন

কামিন্সকে কাইফের কড়া প্রশ্ন

শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার ভুবনেশ্বর কুমারের করা ১৯তম ওভারের চতুর্থ বলটা জাদেজা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলেন।। ইয়র্কার ছিলো তাই কোনো মতে ডিফেন্স করলেন। বল তখন ভুবনেশ্বরের হাতে৷ রান আউটের জন্য থ্রো করেন ভুবি। কিন্তু সেটা লাগে জাদেজার পিঠে৷ জাদেজা করেন প্রতিবাদ।

নিয়মানুযায়ী সেটাতে অবস্ট্রাকক্ট দ্য ফিল্ড আউট হবেন কিনা জাদেজা সেটা নিয়েই আলোচনা করছিলেন দুই ফিল্ড আম্পায়ার। ব্যাপারটা শিওর হতে থার্ড আম্পায়ারের কাছে দারস্থ হবেন কিনা এজন্য আলোচনাও চলছিলো। তখনই তাদের থামান সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স৷ দেখান স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত।

জাদেজার তখন ২০ বলে ২৫। চেন্নাইয়ের চার উইকেটে ১৫৬ রান। শেষ পর্যন্ত করেন ২৩ বলে ৩১। চেন্নাই করে ২০ ওভারে ১৬৫।

এটা কী সত্যিই ফেয়ার প্লে ছিলো কৌশলগত কারণেই আউট করতে চাননি কামিন্স? এমন প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন,

"জাদেজার বিপক্ষে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের আবেদন প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্যাট কামিন্সের কাছে আমার দুটি প্রশ্ন। ধোনিকে ড্রেসিংরুমে রাখতে কষ্টেসৃষ্টে রান তোলা জাদেজাকে ক্রিজে রাখার সিদ্ধান্তটা কৌশলগত কি না? টি-টোয়েন্টি বিশ্বকাপে একই জায়গায় বিরাট কোহলি থাকলে তিনি কি একই কাজ করতেন?"

সম্পর্কিত খবর