কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ বেঙ্গালুরুর

কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ বেঙ্গালুরুর

আইপিএলে এবারের আসরে চার ম্যাচের তিনটিতেই হারের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছিল বিরাট কোহলির দল। যেখানে কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে বেঙ্গালুরুর দলীয় সংগ্রহ ১৮৩ রান।

এদিন বেঙ্গালুরুর উদ্বোধনী জুটি থেকে মোট রান এসেছে ১২৫। ১৪তম ওভারে ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। তবে উইকেটের আরেক প্রান্তে ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন বিরাট কোহলি। ইনিংসের শেষ বলেও বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭২ রানে ব্যক্তিগত অপরাজিত ১১৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে। উল্লেখ্য যে, ২০২৪ আইপিএলের প্রথম সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকেই।

এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহান এদিন ব্যাট হাতে কিছু করে দেখাতে পারেননি। শেষে ক্যামেরন গ্রিনকে সঙ্গী করে রাজস্থানকে ১৮৪ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন কোহলি।

সম্পর্কিত খবর