মুস্তাফিজকে মিস করছে চেন্নাই
জোড়া জয়ে শুরুর পর টানা দুই ম্যাচে হার। চেন্নাই সুপার কিংস সবশেষ সান রাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। এই হারের ম্যাচে অবশ্য মুস্তাফিজুর রহমানকে পায়নি দলটা। ভিসা সংক্রান্ত কাজে তিনি আছেন বাংলাদেশে। তাকে না পেয়ে খানিকটা আক্ষেপই করেছেন চেন্নাই সুপার কিংস কোচ।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৬ রান। এরপর তা ১৮.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলে হায়দরাবাদ। টানা দ্বিতীয় হারে চেন্নাই চলে যায় পয়েন্ট টেবিলের তিনে।
ম্যাচ শেষে হায়দরাবাদের মন্থর উইকেট নিয়ে আলোচনা হয়েছে বেশ। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সামনে এনেছিলেন বিষয়টা। এমন উইকেটের মুস্তাফিজের সক্ষমতার কথা ভেবেই মূলত তাকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তবে ভিসার কাজের জন্য মুস্তাফিজ চলে এসেছেন ঢাকায়।
এমন উইকেটে মুস্তাফিজ কার্যকর হতে পারতেন কি না, এমন প্রশ্নের জবাবে কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘সে (মুস্তাফিজ) এখানে নেই, তাকে আমরা ব্যবহার করতে পারছি না। আইপিএলের মাঝপথে চোট বা অন্য কারণে খেলোয়াড়দের হারানো প্রক্রিয়ারই একটা অংশ।’
তবে তাকে মিস করেছে চেন্নাই, বিষয়টা কোনো রকম রাখঢাক ছাড়াই বলেছেন কিউই পেসার মিশেল ম্যাকলেনাহান। বলেন, ‘তারা মুস্তাফিজকে মিস করেছে। তারা কেন মিস করেছে সেটাও বলছি। মুস্তাফিজের এমন স্কিল আছে যদি উইকেটটা খুব ভালোও হয় তবুও সে পাওয়ার প্লেতে বৈচিত্র্যময় বোলিং করতে পারে।’