এক ম্যাচে বাটলারের ‘দুই’ সেঞ্চুরি
জয়ের জন্য শেষ ওভারে রাজস্থানের দরকার তখন ১ রান। এদিকে সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ইংলিশ তারকা ব্যাটার জশ বাটলার। সেখানে ক্যামরন গ্রিনের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিতসহ তুলে নেন নিজের সেঞ্চুরিও। এতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় পায় রাজস্থান।
এটি ছিল বাটলারের আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। যা তুলতে ৫৮ বল খেলে ৯ চার ও ৪ ছক্কা মারেন তিনি। ৬টি সেঞ্চুরি নিয়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের তালিকায় ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দুইয়ে জায়গা করে নেন এই ডানহাতি মারকুটে ব্যাটার। এই তালিকার সবার ওপরের নামটা বিরাট কোহলি। যিনিও এই ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এ নিয়ে আইপিএলের অষ্টমবারের মতো সেঞ্চুরি হাঁকান এই ভারতীয় তারকা ব্যাটার।
তবে কোহলি সেঞ্চুরি ছাপিয়ে বাটলারের সেই সেঞ্চুরি ছিল বাড়তি স্পেশাল। কেবল দলকে জেতানোই নয় এই ম্যাচের মধ্যে দিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের শততম ম্যাচ এবং সেই ম্যাচ বাটলার রাঙালেন সেঞ্চুরি দিয়েই। এতে এক ম্যাচেই ‘দুটি’ সেঞ্চুরি গড়লেন এই ইংলিশ ব্যাটার।