‘সেই পাকিস্তান, এই পাকিস্তান এক না’
একটা সময় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। নাটকীয়তা, শেষ বল পর্যন্ত লড়াই। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি। সেই দিন অবশ্য এখন সোনালি অতীত। এখন আর আগের মতো লড়াইটা ঠিক জমে না। ম্যাচে একপেশে জয় তুলে ভারত। সবশেষ পাঁচ দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে মাঠে এসে হতাশ হয়ে ফেরেন সমর্থকরা।
চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচই যার বড় প্রমাণ। ভারতের কাছে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। যা দারুণভাবে হতাশ করেছে গ্যালারিতে আসা লক্ষাধিক সমর্থককে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী নিজেও বেশ হতাশ। তার সময়ের পাকিস্তান আর বর্তমান পাকিস্তান দলের মধ্যে ফারাকটা যে বিস্তার সেটাও জানিয়েছেন তিনি।
পাকিস্তান দল নিয়ে সৌরভ বলেন, ‘আমাদের সময়ে পাকিস্তান একটি ভিন্ন দল ছিল, আমরা যে ধরনের পাকিস্তান দলের বিপক্ষে খেলতাম এই দল তেমন নয়। এই দলটি ব্যাটিংয়ের সময় চাপ সামলাতে পারে না। পাকিস্তানের জন্য এই বিশ্বকাপে ফিরে আসা কঠিন হবে।’
পাকিস্তানের বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাট চালিয়ে ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার প্রশংসা করতেও ভুলেননি সৌরভ, ‘পাকিস্তানের বিরুদ্ধে রোহিত দুর্দান্ত খেলেছে। ভারতের প্রতিটি বিভাগই ভালো করছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং একসঙ্গে। তারা সঠিক সময়ে নিজেদের উজাড় করে দিচ্ছে।’
ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আগামী ১৯ অক্টোবর পুনেতে আত্মবিশ্বাসী রোহিতরা লড়বে সাকিব আল হাসানের দলের বিপক্ষে। যাদের বিপক্ষে সবশেষ দেখায় হেরেছিল ভারত।