মেসি ফিরলেন, গোলও করলেন, তবু জিতল না মায়ামি

মেসি ফিরলেন, গোলও করলেন, তবু জিতল না মায়ামি

প্রায় এক মাস! লিওনেল মেসির সবশেষ মাঠে নামার এক মাস হয়ে যাচ্ছিল, অপেক্ষা যেন শেষই হচ্ছিল না ইন্টার মায়ামির। সে অপেক্ষার প্রহর শেষ হলো আজ। চোট কাটিয়ে মাঠে ফিরেই মেসি পেলেন গোলের দেখা। তবে তার দল ইন্টার মায়ামির ভাগ্য তাতে বদলাল না। শেষ সময়ে হজম করা গোলে কলোরাডো র‍্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটা। 

আর্জেন্টাইন মহাতারকা ১৩ মার্চের পর থেকে পেশির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এই সময় তার দুই দল ইন্টার মায়ামি আর আর্জেন্টিনা খেলেছে যথাক্রমে ৫ ও ২ ম্যাচে। তাকে পায়নি দলগুলো।

তবে আজ পেল। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে তিনি মাঠে নামেন ম্যাচের ৪৫ মিনিটে। তার আগেই অবশ্য গোল হজম করে পিছিয়ে পড়ে তার দল। ৪৬ মিনিটে মাঠে নামা মেসি গোল করেন প্রথম চেষ্টাতেই। দলকে ফেরান ১-১ সমতায়। সবশেষ পাঁচ ম্যাচে এটি তার পঞ্চম গোল। 

তিন মিনিট পর লিও আলফনসোর গোলেও বড় অবদান রেখেছিলেন তিনি। গড়ে দিয়েছিলেন গোলের সুযোগটা। তাতে ইন্টার মায়ামি ২-১ গোলে এগিয়েও যায়। 

সে লিডটা শেষমেশ মায়ামি ধরে রাখতে পারেনি। শেষ সময়ে গোল হজম করে বসে। স্বাগতিকরা সমতায় ফেরে কোল ব্যাসেটের গোলে। সেই গোলই হয়ে যায় ম্যাচের শেষ গোল। জয়বঞ্চিতই রয়ে যায় মায়ামি। 

এই ড্রয়ের পর ইন্টার মায়ামি আছে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ৩য় স্থানে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শীর্ষে থাকা নিউ ইয়র্ক রেড বুলসের অর্জন ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। 

সম্পর্কিত খবর