সেঞ্চুরির রেকর্ড বাড়িয়েও যেন হতাশ কোহলি 

সেঞ্চুরির রেকর্ড বাড়িয়েও যেন হতাশ কোহলি 

আইপিএলের এবারের আসর শুরুর আগে টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন বিরাট কোহলি। গত রাতে রাজস্থানের বিপক্ষে ম্যাচের আগে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা ছিল সাতটি। পরে রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিজের রেকর্ড বাড়িয়ে এখন সংখ্যা আট। এদিকে এবারের আসরের ১৯তম ম্যাচে এসে কোহলির সেঞ্চুরি দিয়েই আসর দেখল প্রথম সেঞ্চুরি। তবে কীর্তি বাড়ানোর এই দিনেও যেন খুব একটা স্বাচ্ছন্দ্য নেই ভারতের এই তারকা ব্যাটার। 

হারটা একটা কারণ। আসরের শুরু থেকেই ব্যাট হাতে আছেন ছন্দে। ৫ ম্যাচে করেছেন ৩১৬ রান। গড় একশ পেরিয়ে, ১০৫.৩৩। আছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। তবে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একের পর এক দেখছে হারের মুখ। পাঁচ ম্যাচে কেবল একটিতে জিতেছে তারা। 

তবে অন্য এক কারণেও সেঞ্চুরির দিনটা ফিকে কোহলির। যেন সেঞ্চুরি করেও হয়ে গেলেন সমালোচনার পাত্র। সবশেষ ম্যাচটিতে ৬৭ বলে সেঞ্চুরি তোলেন তিনি। যা আইপিএল ইতিহাসের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির ইনিংস। যদিও সবচেয়ে ধীরগতির এই সেঞ্চুরির একা মালিক নন কোহলি। ২০০৯ সালে ঠিক ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মনিশ পান্ডে। সেই তালিকায় এখন যৌথভাবে শীর্ষে মনিশ ও কোহলি। 

আইপিএলের গেল আসরে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি। ছিলেন আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। এই আসরেও তার ব্যাট হাসছে সেই ছন্দেই। মোটা দাগে, আরও বেশি ছন্দে। তবে দলের জয় নিশ্চিত করতে না পারাতেই ব্যাটিং নৈপুণ্য হয়ে যাচ্ছে ফিকে? আইপিএলের আগে থেকেই গুঞ্জন উঠেছিল আসন্ন বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল থেকে বাদ পড়তে পারেন কোহলি। এবার আইপিএলে রানের ধারায় থাকার পরও ফের সেই গুঞ্জন। এসবেই নিজের অষ্টম সেঞ্চুরি তুলেও যেন হতাশ বনেই তিনি। 

সম্পর্কিত খবর