চোট কাটিয়ে অনুশীলনে মুশফিক
ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে ফিরলেন মুশফিকুর রহিম। ঈদের ছুটিতে গিয়েছেন নিজ শহর বগুড়ায়৷ সেখানেই শুরু মিস্টার ডিপেন্ডেবলের নতুন লড়াই।
আজ রবিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে সেটার জানান দেন মুশফিক৷ সেই সাথে প্রশংসা করেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটেরও।
মুশফিকের ডেডিকেশন, আত্মনিবেদন, একাগ্রতা, পরিশ্রম এবং অধ্যবসায় দেশের ক্রিকেটে হয়ে আছে দৃষ্টান্ত। ঈদে বাড়ি গিয়েও থেমে নেই মুশফিক। ইনজুরি কাটিয়ে উঠে, নিজেকে প্রস্তুত করার জন্য উঠেপড়ে লেগেছেন।
১৫ তারিখ থেকে শুরু হওয়া প্রাইম ব্যাংকের ডিপিএলের দশম রাউন্ডের আগেই মাঠে ফেরার লড়াই এখন মুশফিকের। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে মিস করেছেন দুই ম্যাচের টেস্ট সিরিজ। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে চলাকালীন তাসকিনের বলে কিপিং করতে গিয়ে আঙুলে আঘাত পান মুশফিক। পরে সেই ব্যাথা নিয়ে করেছেন ব্যাটিংও।
একদিন পর স্ক্যান করলে জানা যায়, আঙুলে চিড় ধরেছিলো মুশির। বলা হয়েছিলো তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। অবশেষে মুশফিক ব্যাটিং প্র্যাকটিসে ফিরেছেন।