নির্বাচকরাই হচ্ছেন পাকিস্তানের কোচ

  • নিউজরুম এডিটর
  • ০৫:৪৩ পিএম | ০৭ এপ্রিল, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আর বেশি সময় বাকি নেই। এই মাসের শেষেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তার ঠিক আগে নির্বাচক মোহাম্মদ ইউসুফ আর আবদুল রাজ্জাককে অন্তর্বর্তীকালীন কোচ ও সহকারী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে।

ভারতের সাবেক বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন ও সাবেক অস্ট্রেলিয়ান বোলার জ্যাসন গিলেস্পিকে কোচ করা হচ্ছে পাকিস্তানের, এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল পাকিস্তান ক্রিকেটে। তবে তাদের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি, সে কারণে তাদের সহসাই কোচ হিসেবে পাচ্ছে না দলটা।

গিলেস্পি যদিও লাল বলের কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তবে বোর্ডের সঙ্গে কারস্টেনের আলাপ এখনও শেষ হয়নি। কারণ কারস্টেন বর্তমানে আইপিএলে ব্যস্ত আছেন।

তবে গিলেস্পির এই সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেট তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ হিসেবে ঘোষণা দেবে। বিশ্বকাপের ঠিক পরেই বাংলাদেশ, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। তখন কারস্টেনকে করা হবে সাদা বলের কোচ।

তবে সেসব পরের হিসেব। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত দলটার কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ইউসুফ আর আবদুর রাজ্জাক। বোলিং কোচ উমর গুল আর সাইদ আজমলের ভবিষ্যত নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে তাদের দুই জনকে সাপোর্ট টিমের অংশ হিসেবে রাখা হবে বলে ধারণা স্থানীয় সংবাদ মাধ্যমের।

খেলার দুনিয়া | ফলো করুন :