শাইনপুকুর, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের জয়

শাইনপুকুর, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের জয়

ডিপিএলে ঈদের ছুটির আগে শেষ ম্যাচ ছিল রোববার। ফের লিগ শুরু হবে আগামী ১৫-ই এপ্রিল। তার আগে এদিন ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব ও রূপগঞ্জ ক্রিকেট ক্লাব।

ডিপিএলে আজ মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮০ রানের জয় তুলেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বল হাতে ৪টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই দু’জনের বোলিং তোপে ২৪২ রান তাড়া করতে নেমে মাত্র ১৬১ রানে গুঁটিয়ে গেছে গাজী গ্রুপ। ব্যাট হাতে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইরফান শুক্কুর।

মিরপুরে বাজে আবহাওয়ার কারণে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। সেই ম্যাচে খালিদ হাসান ৯৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার পর শেষ দিকে ব্যাট হাতে ৭৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন শুক্কুর। শাইনপুকুরের ইনিংস থামে ৮ উইকেটে ২৪২ রানে।

রান তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি গাজী গ্রুপ। বল হাতে শুরুতে তাণ্ডব চালিয়েছেন সদ্য জাতীয় দলে টেস্ট অভিষেক হওয়া নাহিদ রানা। তার দিনে শেষ দিকে বল হাতে উইকেট তুলেছেন রিশাদ হোসেনও। এই লেগির শিকার ৪ উইকেট। এদিন মাত্র ৩০ রান খরচ করেছেন তিনি। আর তাতে গাজী গ্রুপের ইনিংস থেমেছে ১৬১ রানে। ৮০ রানের জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে শাইনপুকুর।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন। সেই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান জমা করে রূপগঞ্জ। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে গুঁটিয়ে যায় ব্রাদার্স। রূপগঞ্জের হয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন আবু হাসিম।

বিকেএসপির আরেক মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ২ বল আগে ২ উইকেটের জয় পেয়েছে সিটি ক্লাব। লিগে এটি তাদের দ্বিতীয় জয়। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাইমুল রহমান।

সম্পর্কিত খবর